নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: শহরে কত টোটো চলাচল করছে? তার হিসেব নেই প্রশাসনের কাছে। তাই টোটোর সংখ্যা জানতে মঙ্গলবার থেকে শুরু হল টোটো গণনার কাজ। পরিবহণ দপ্তরের নির্দেশে আরামবাগের রবীন্দ্রভবনে টোটো গণনার কাজ শুরু হয়েছে। আগামী ৯ নভেম্বর পর্যন্ত তা চলবে। আরামবাগ শহরের ১৯টি ওয়ার্ডের টোটো চালক ও মালিকরা রবীন্দ্রভবনের শিবিরে গিয়ে নাম নথিভুক্ত করাবেন। এব্যাপারে আরামবাগ পুরসভার তরফে শহরে মাইকিংও করা হয়।
পরিবহণ দপ্তরের এক আধিকারিক বলেন, টোটোর সংখ্যা সংক্রান্ত একটি ডেটা রাখতে চাইছে রাজ্য। সেই জন্যই গণনার কাজ করা হচ্ছে। প্রথমে পুরসভা এলাকায় তা হচ্ছে। পরে পঞ্চায়েত এলাকাতেও এই গণনার কাজ হবে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, টোটো বা ই রিকশ সংক্রান্ত নথি নিয়ে রবীন্দ্রভবনের শিবিরে যেতে হবে। তারসঙ্গে ভোটার, আধার কার্ড ও ছবি জমা দিতে হবে। পুরসভার তরফে দেওয়া ফর্ম পূরণ করে নানা তথ্য জানাতে হবে। উল্লেখ্য, আরামবাগ শহরে যানজট দীর্ঘদিনের সমস্যা। শহরের সংকীর্ণ রাস্তার পাশাপাশি লিঙ্ক রোডে নিত্যদিন যানজট হয়। তাই টোটো চলাচলে রাশ টানতে প্রথমে প্রায় ৫০০ জনকে বৈধ লোগো দেওয়া হয়। তারপরও শতাধিক টোটো চালক, মালিক পুরসভা ও প্রশাসনের কাছে গিয়ে বিক্ষোভ দেখান। তাঁরাও লোগো দেওয়ার দাবি জানান। এরপর পুরসভা সমীক্ষা চালিয়ে শতাধিক টোটোকে চিহ্নিত করে। টোটোর গণনা করে এবার পুরসভা প্রকৃত সংখ্যা জানতে উদ্যোগী হয়েছে। এর ফলে বৈধতা দিতেও পুরসভা প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে বলে মত চেয়ারম্যানের। আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী বলেন, বৈধ টোটোগুলিকে ইতিমধ্যে লোগো দেওয়া হয়েছে। যানজট কমাতে শহরে টোটো চলাচলের উপর নিয়ন্ত্রণও জরুরি। তাই গণনা হলে টোটোর সংখ্যা ও চালক চিহ্নিত হবে। তারপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যেতে পারে।