• আরামবাগে ছট ঘাটের নিরাপত্তা যাচাই প্রশাসনের
    বর্তমান | ০৬ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগে ছটপুজো উপলক্ষ্যে ঘাটের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখল পুরসভা ও প্রশাসন। মঙ্গলবার আরামবাগ শহরে দ্বারকেশ্বর নদের ঘাটে যান পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী, আরামবাগের মহকুমা শাসক রবি কুমার প্রমুখ। পুরসভা সূত্রে জানা গিয়েছে, দ্বারকেশ্বর নদের ঘাটে ছটপুজো উপলক্ষ্যে বহু পুণ্যার্থী ভিড় করেন। তাঁদের জন্য ইতিমধ্যেই ঘাটের অংশ পরিছন্ন করা হয়েছে। চেয়ারম্যান বলেন, জলে নেমে যাতে কোনও দুর্ঘটনা না হয়, সেই জন্য সিভিল ডিফেন্সের টিম থাকবে। এছাড়া ব্যারিকেড করেও সীমানা নির্ধারণ করা হবে। ছটঘাট পরিদর্শন করে বিভিন্ন কাজ খতিয়ে দেখা হয়েছে। প্রয়োজনীয় কিছু নির্দেশও দিয়েছি। ছট পুজো কমিটির কর্মকর্তা রাজেশ সাউ বলেন, ইতিমধ্যে ঘাটে কিছু কাজ হয়েছে। এখনও কিছু কাজ বাকি রয়েছে। 
  • Link to this news (বর্তমান)