সোনামুখীর সংস্কৃতি ভবন সংস্কারে বরাদ্দ ১৫ লক্ষ টাকা
বর্তমান | ০৬ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, বিষ্ণুপুর: সোনামুখীর সংস্কৃতি ভবন সংস্কারের জন্য ১৫ লক্ষ টাকা বরাদ্দ করল পঞ্চায়েত সমিতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এখন এই সংস্কৃতি ভবনের টিনের ছাউনি ফুটো হয়ে জল পড়ছে। হলে দর্শকাসনের চেয়ারগুলিও ভেঙে গিয়েছে। এছাড়াও সাউন্ড সিস্টেম নষ্ট হয়ে গিয়েছে। সবটাই সংস্কার করা হবে বলে জানিয়েছে পঞ্চায়েত সমিতি। তারজন্য পঞ্চায়েত সমিতির তরফ থেকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। কালীপুজোর পরেই তার কাজ শুরু হবে।
সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় বলেন, সোনামুখীর বিডিও অফিসের উল্টো দিকে অবস্থিত সংস্কৃতি ভবনে বড়ো ধরনের সরকারি অনুষ্ঠান হয়। এছাড়াও বেসরকারি সংস্থাকেও অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটি জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। সেজন্য প্রথম পর্যায়ে পাঁচিল ও রঙের কাজ করা হয়েছে। এবার হলের ভিতরের যাবতীয় কাজ করানো হবে। এই পর্যায়ে মোট ১৫ লক্ষ ২৯ হাজার ৫৪৮ টাকা বরাদ্দ করা হয়েছে। কাজের টেন্ডার প্রক্রিয়া চলছে।