বাঘমুণ্ডিতে পণের বলি বধূ, অতিরিক্ত দু’লক্ষ টাকা না পেয়ে খুন
বর্তমান | ০৬ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, পুরুলিয়া: বাঘমুণ্ডির নিধিয়াডিতে বিয়ের পরেও অতিরিক্ত দু’লক্ষ টাকা পণ দিতে না পারায় গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির পাঁচজনের বিরুদ্ধে। ওই অভিযোগের ভিত্তিতে পুলিস ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় এবং পুলিস সূত্রে জানা গিয়েছে, বাঘমুণ্ডির সেরেঙডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুরুকটিকর গ্রামের নিধিয়াডি টোলা। এলাকার বাসিন্দা রাজেশ কুমারের সঙ্গে প্রায় দু’বছর আগে বলরামপুরের ডাভা গ্রামের বাসিন্দা সুরভী কুমারের বিয়ে হয়। সোমবার শ্বশুরবাড়ি থেকেই সুরভি দেবীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁকে স্থানীয় পাথরডি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতার বাবা ভোলা কুমার ওইদিনই বাগমুণ্ডি থানায় তাঁর মেয়েকে খুনের লিখিত অভিযোগ করেন। ভোলা কুমার তাঁর লিখিত অভিযোগে জানান, বিয়ের সময় এক লক্ষ ১৫ হাজার টাকা সহ দান সামগ্রী দেওয়া হয়েছিল। কিন্তু বিয়ের কয়েক মাস পর থেকেই অতিরিক্ত দু’লক্ষ টাকা পণ চেয়ে মেয়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা। মেয়ের শ্বশুরবাড়ির পাঁচজন মিলে মেয়েকে নৃশংসভাবে খুন করেছে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান মৃতার বাবা। ওই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার মৃতের স্বামী সহ মোট চারজনকে গ্রেপ্তার করে পুলিস। অভিযুক্ত অপরজন পলাতক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাঘমুণ্ডি থানার পুলিস।