• পলাশীপাড়ার এক বাসিন্দাকে ধারালো অস্ত্রের কোপ, গ্রেপ্তারের দাবিতে বেতাই পলাশী রাজ্য সড়ক অবরোধ
    বর্তমান | ০৬ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, তেহট্ট: অক্টোবরের ২৮ তারিখ সন্ধ্যায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে তিন ব্যক্তির বিরুদ্ধে। কিন্তু এক সপ্তাহ হয়ে গেলেও কোন অভিযুক্তকে পুলিস গ্রেপ্তার করতে পারেনি। পুলিস কেন অভিযুক্তদের গ্রেপ্তার করছে না এই দাবি জানিয়ে মঙ্গলবার সকালে পলাশীপাড়া থানার পাচদাড়োতে বেতাই-পলাশী রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। প্রায় এক ঘন্টা অবরোধ চলে। পরে পুলিস গিয়ে ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। 

    স্থানীয় সুত্রে জানা গিয়েছে, পলাশীপাড়া থানার পাচদাড়োর বাসিন্দা সাধন ঘোষ ২৮ তারিখ সন্ধ্যার সময় পলাশীপাড়া বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। সেই সময় বিজয়নগরের কাছে দুলাল মণ্ডল সহ তিন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে সাধন ঘোষকে কোপাতে শুরু করে। সাধন ঘোষের চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এসে তাঁকে বাঁচান। লোকজনকে আসতে দেখে অভিযুক্তরা পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে পলাশীপাড়া গ্রামীন হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করেন চিকিৎসক। সেখানেই তিনি চিকিৎসাধীন। এরপর ৩১ তারিখ সাধনবাবুর পরিবারের লোকজন থানায় তিনজনের নামে অভিযোগ করেন। তারপর থেকে প্রায় এক সপ্তাহ কেটে গেলেও অভিযুক্তদের ধরতে পারেনি পুলিস। সেই জন্য অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এদিন টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, দুলাল ও তাঁর সাঙ্গোপাঙ্গোরা এর আগেও এই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে। পুলিস দুই একবার তাঁকে গ্রেপ্তার করলেও তার দৌরাত্ম্য কমেনি। অবিলম্বে ওই অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়ার দাবি তুলেছেন গ্রামবাসীরা। পুলিস সুত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। খুব তাড়াতাড়ি তাদের গ্রেপ্তার করা হবে।
  • Link to this news (বর্তমান)