• অনুমোদন জাকির হোসেন মেডিক্যাল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের
    বর্তমান | ০৬ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, জঙ্গিপুর: অবশেষে কেন্দ্রের অনুমোদন পেল জাকির হোসেন মেডিক্যাল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। মঙ্গলবার সকালে জঙ্গিপুরে মেডিক্যাল কলেজে আনুষ্ঠানিকভাবে এই কথা ঘোষণা করেন কলেজের কর্তাব্যক্তিরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক তথা মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা জাকির হোসেন, সভাপতি দীপক দাস সহ বিশিষ্টরা। শ্রমিক অধ্যুষিত এলাকার সাধারণ মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে কাজ করবে এই মেডিক্যাল কলেজ। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বিড়ি শ্রমিকদের বিশেষ কার্ড দেওয়া হবে। সেই কার্ড দেখালেই চিকিৎসায় ২০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে বলে জানিয়েছেন কর্তারা।

    জাকির সাহেব বলেন, এলাকাবাসীকে ভালো চিকিৎসা পরিষেবা উপহার দেওয়ায় আমার লক্ষ্য। এখানে দেশ-বিদেশ থেকে উন্নত চিকিৎসা সরঞ্জাম আনা হবে। বিড়ি শ্রমিকদের বিশেষ সুবিধা দেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)