• বেআইনি পাথর খাদান: ১৬ স্থানে সিবিআই হানা
    বর্তমান | ০৬ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি,কলকাতা: বেআইনি পাথর খাদান মামলার তদন্তে কলকাতা, ঝাড়খণ্ডসহ মোট ১৬টি জায়গায় মঙ্গলবার একযোগে তল্লাশি চালাল সিবিআই। বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৬০ লক্ষ টাকা, এক কেজি সোনা ও ৬১টি কার্তুজ। বেআইনি পাথর খাদান নিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশে ২০২৩-এর নভেম্বরে সিবিআই কেস রুজু করে। তদন্তে উঠে আসে, সাহেবগঞ্জ জেলার একাধিক জায়গায়ে বেআইনি পাথর খাদান চলছে। এর ফলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে। বড় চক্র গড়ে নিয়েই চলছে এই কারবার। স্থানীয় মাফিয়াদের সঙ্গে এই কাজে জড়িত রয়েছে প্রভাবশালীরা। বেআইনি পাথর বিক্রি করে আসা কালো টাকা সাদা করার জন্য কোম্পানি খোলা হয়েছে। এরপরই এদিন তল্লাশি চলে কলকাতার একটি সংস্থায়। অভিযোগ, তারা একাধিক কাগুজে কোম্পানির মাধ্যমে টাকা পাচার করেছে। ঝাড়খণ্ড থেকে গুচ্ছ গুচ্ছ নগদ আসত এখানে। তারপর এই নগদ বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করা হতো। তার ভিত্তিতেই এই তল্লাশি চলেছে বলে খবর। 
  • Link to this news (বর্তমান)