• কেন্দ্রীয় বাহিনীর প্রবেশ নিয়ে উত্তেজনা, ২৫ তারিখ থেকে বিধানসভার অধিবেশন
    বর্তমান | ০৬ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। দিন দশেক অধিবেশন চলার কথা রয়েছে। এই পর্বে একাধিক গুরুত্বপূর্ণ বিল ও প্রস্তাব আসতে চলেছে। ২৬ তারিখ সংবিধানের উপর আলোচনা হতে পারে। তবে যে বিলগুলি বিধানসভায় পাস হয়, তা রাজভবনে যাওয়ার পর আর কোনও তথ্য পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি বলেন, বিধানসভায় যে বিলগুলি পাস হয়, সেগুলি যায় রাজভবনে। এরপর রাজভবনের উচিত ওই বিলগুলির সম্পর্কে বিধানসভাকে অবগত করা। এপ্রসঙ্গে উল্লখ্যে, গণপিটুনি প্রতিরোধ সহ একাধিক বিল রাজভবনে পড়ে রয়েছে। তার সম্মতি এখনও পাওয়া যায়নি। ধর্ষণ বিরোধী অপরাজিতা বিলটি এখন রাষ্ট্রপতির কাছে রয়েছে। অন্যদিকে স্পিকার অসন্তোষ প্রকাশ করেছেন, কেন্দ্রীয় বাহিনীর 

    কার্যকলাপ নিয়ে। 

    তাঁর বক্তব্য, তদন্তের স্বার্থে কোনও বিধায়কের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই পারে কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু সেটা আগে জানিয়ে যাওয়া উচিত। কারণ জনপ্রিতিনিধি হিসেবে একজন বিধায়ক অনেক কাজে ব্যস্ত থাকেন।     

    তবে একটি ঘটনায় এদিন তপ্ত হয়েছে বিধানসভা চত্ত্বর। বিজেপি বিধায়ক অশোক দিন্দা গাড়ি চালিয়ে বিধানসভায় প্রবেশ করেন। গাড়িতে তাঁর পাশের আসনে বসে ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন গাড়ির পিছনের আসনে। বিধানসভার মূল গেট দিয়ে প্রবেশের সময় বিধায়ককে দেখে গাড়ি ছেড়ে দেওয়া হয়। এরপর গাড়ি যখন বিধানসভার পোর্টিকোতে এসে দাঁড়ায়, তখন দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গাড়ি থেকে নামছেন। তৎক্ষণাৎ বিধানসভার নিরাপত্তারক্ষী ছুটে এসে বাধা দেন। এরপরই বিধানসভার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির দুই বিধায়ক। বিধানসভা কর্তৃপক্ষের বক্তব্য, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অস্ত্র নিয়ে বিধানসভার ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তাঁদের বসার ব্যবস্থা গেটের বাইরে। কিন্তু সেই নির্দেশ কেন লঙ্ঘন করা হল। 

    পাল্টা বিজেপি বিধায়কদের আস্ফালন, ওই নিষেধাজ্ঞার অর্ডার কোথায়? সচিবালয় থেকে নিষেধাজ্ঞার অর্ডার দেখানোর পর পিছু হটেন বিজেপি বিধায়করা।
  • Link to this news (বর্তমান)