• রায়দিঘিতে চায়ের দোকানে কুপিয়ে খুন, মূল অভিযুক্ত সহ গ্রেপ্তার ৫
    বর্তমান | ০৬ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বারুইপুর: ২৪ ঘণ্টার মধ্যে ফের খুন রায়দিঘিতে। রাস্তায় নলি কাটা যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সাতসকালে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। তিনি সেই সময় একটি চায়ের দোকানে বসেছিলেন। মৃতের নাম শেখ বাহাদুর (৫৫)। তাঁকে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন আরও একজন। শেখ বাহাদুরকে রক্তাক্ত অবস্থায় রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৬টায় রায়দিঘি থানার নন্দকুমারপুর পঞ্চায়েতের বোলের বাজার মোড় এলাকায়। জনবহুল এই মোড়ে সাতসকালে প্রকাশ্যে একজন খুন হয়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। ঝাঁপ পড়ে চায়ের দোকানে। যাঁরা তখন উপস্থিত ছিলেন, তাঁরা পড়িমড়ি করে ছুটে পালানোর চেষ্টা করে। বাসিন্দাদের একাংশ আততায়ীর পিছনে ধাওয়া করলেও ধরতে পারেনি। খবর পেয়েই আসে রায়দিঘি থানার বিশাল পুলিস বাহিনী। তারা অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম শেখ শাহাদাত। শেখ বাহাদুর ও শেখ শাহাদাত সম্পর্কে খুড়তুতো-জ্যাঠতুতো ভাই। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র ও রক্তমাখা জামাকাপড়, একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিস। এলাকায় দিনভর তল্লাশি চালিয়ে আরও পাঁচজনকে পাকড়াও করেছে পুলিস। এলাকায় পুলিস পিকেট বসানো হয়েছে।

    পুলিস ও স্থানীয় সূত্রে খবর, নন্দকুমারপুর পঞ্চায়েতের মহবতনগর এলাকায় থাকতেন শেখ বাহাদুর। এদিন সকালে বাড়ি থেকে কিছুটা দূরে বোলের বাজার মোড়ে চায়ের দোকানে এসেছিলেন তিনি। সেই সময় অভিযুক্ত শেখ শাহাদাত দলবল নিয়ে এসে তাঁর উপর চড়াও হয়। অভিযোগ, ওই দোকানের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে, মাথায় এলোপাথাড়ি কোপাতে থাকে তারা। শেখ বাহাদুরের এক আত্মীয় বাঁচাতে গেলে তাঁর উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। মৃতের ছেলে হামিদ হামজা বলেন, সুদের কারবার করে শাহাদাত। কয়েকদিন আগে ওদের বাড়িতে চুরি হয়। খোয়া যায় প্রায় ২ কোটি টাকা নগদ ও অন্যান্য সামগ্রী। শাহাদাতের সন্দেহ, আমার বাবা ওদের বাড়িতে ঢুকে চুরি করেছে। সেই সন্দেহের বশেই আমার বাবাকে খুন করেছে শাহাদাত।

    পুলিস জানিয়েছে, দীর্ঘদিন ধরেই দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। সেকারণে পরিকল্পনা করেই এই খুন। বাকি অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। উল্লেখ্য, রবিবার রাতে রায়দিঘির সিংহের চকে রাস্তায় গলার নলি কাটা অবস্থায় এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় পুলিস এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এর জেরে এলাকায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।
  • Link to this news (বর্তমান)