• মদ্যপান ঘিরে বচসা, জখম তিন
    বর্তমান | ০৬ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেশার আসর ঘিরে ধুন্ধুমার। তবে, এবারের অভিযুক্তরা ছাত্র বা বন্ধু নয়, তাঁরা কর্মীদেরই আত্মীয় পরিজন। কালীপুজো উপলক্ষ্যে এলাকার কিছু বহিরাগত নিয়ে ‘ব্লু আর্থ’ বিল্ডিংয়ের পাশে মাঠের ধারে মদ্যপান করছিলেন তাঁরা। দ্রুত বেগে বাইকও চালাচ্ছিলেন। সোমবার রাত ১টা নাগাদ তা দেখে আপত্তি করেন বিশ্ববিদ্যালয়ের কিছু নিরাপত্তাকর্মী। বাধা পেয়ে মদ্যপরা চড়াও হয় নিরাপত্তাকর্মীদের উপরে। একজন নিরাপত্তাকর্মীর হাতে এবং আরেকজনের বুকে চোট লাগে। আরেকজনও জখম হন। গোটা ঘটনার কথা অভিযোগ আকারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা পড়েছে। একটি তদন্ত কমিটি গঠনের পাশাপাশি যাদবপুর থানায় অভিযোগের আশ্বাসও দিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মদ্যপ পড়ুয়া বা বহিরাগতদের তাণ্ডব নতুন কিছু নয়। কয়েকবছর আগে দোলের দিন মদ্যপ অবস্থায় ক্যাম্পাসের জলাশয়ে ডুবে মৃত্যু হয়েছিল এক মেধাবী প্রাক্তনীর। প্রায়শই দৃষ্টিহীন পড়ুয়ারা মদ্যপ পড়ুয়া বা বহিরাগতদের দাদাগিরির অভিযোগ তোলেন। মত্ত অবস্থায় চালানো বাইকে ধাক্কা খেয়ে এর আগে জখমও হয়েছেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ে যখনই শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, তার সঙ্গে নাম জড়িয়েছে কোনও না কোনও মদ্যপের। তাছাড়া, মেইন হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনার পরেও ছাত্রদের একাংশের মধ্যে নেশার বিষয়টি নতুন করে সাধারণের সামনে উঠে আসে। সেখানে কর্মীদের পরিজনরাই যদি ক্যাম্পাসে আসর বসায় তাহলে তা নিয়ন্ত্রণ করা কঠিন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এক কর্তা বলেন, ক্যাম্পাসে স্টাফ কোয়ার্টার থাকায় পুরোপুরি এগুলি নিয়ন্ত্রণ করা কঠিন।
  • Link to this news (বর্তমান)