রাজনৈতিক সন্ন্যাসের ঘোষণা টাকির তৃণমূল কাউন্সিলারের
বর্তমান | ০৬ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, বারাসত: পুর-পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে রাজনৈতিক সন্ন্যাসের কথা ঘোষণা করলেন টাকি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সুনীল সর্দার। কেন তিনি রাজনীতি ছাড়ছেন, সেকথা বিশদে লিখে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, টাকি পুরসভায় তৃণমূলের কাউন্সিলারদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব দীর্ঘদিনের। বিভিন্ন ইস্যুতে উত্তাল হয়ে ওঠে পুরসভা। এমনকী, এই পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ২০২৩ সালের ২০ ডিসেম্বর অনাস্থা প্রস্তাব আনেন কাউন্সিলাররা। বর্তমানে সেই পরিস্থিতি কিছুটা থিতিয়ে গেলেও এবার ১৪ নম্বর ওয়ার্ডের বর্ষীয়ান তৃণমূল কাউন্সিলার সুনীল সর্দার সোশ্যাল মিডিয়ায় কার্যত ‘বিদ্রোহ’ ঘোষণা করলেন। তিনি লিখেছেন, তৃণমূলের জন্মলগ্ন থেকেই টাকি-হাসনাবাদে সক্রিয় রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখনও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শেই দল করছি। বিরোধী শক্তির বিরুদ্ধে সামনে দাঁড়িয়ে লড়াই করেছি। কিন্তু, টাকি, হাসনাবাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজনীতি করা সম্ভব নয়। শাসকদলের জনপ্রতিনিধি হয়েও তিনি সাধারণ মানুষের জন্য কাজ করতে পারছেন না। নাগরিক পরিষেবাও সঠিকভাবে দিতে পারছেন না। তিনি একারণে সরাসরি আক্রমণ করেছেন চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়কে। তবে ওয়ার্ডের নাগরিকদের কথা ভেবে কাউন্সিলার পদ থেকে তিনি এখনই ইস্তফা দিচ্ছেন না বলে জানিয়েছেন। এ নিয়ে কাউন্সিলারের প্রতিক্রিয়া জানার জন্য ফোন করা হয়েছিল। কিন্তু তাঁর ফোন বন্ধ থাকায় প্রতিক্রিয়া মেলেনি। এ বিষয়ে টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় বলেন, তিনি আমাকে এ নিয়ে এখনও পর্যন্ত কোনও অভিযোগ জানাননি, লিখিতও দেননি। কাকা মারা যাওয়ায় এখন এ নিয়ে আমি কথা বলার মতো অবস্থায় নেই।