‘দ্রোহের আলো’ কর্মসূচির কাছেই যুবতীকে কু-মন্তব্য, গ্রেপ্তার দুই
বর্তমান | ০৬ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, বারাসত: সোমবার রাতে অশোকনগরে স্টেডিয়াম সংলগ্ন এলাকায় চলছিল ‘দ্রোহের আলো’ কর্মসূচি। ঠিক তার কিছুটা দূরেই এক যুবতীর উদ্দেশে কু-মন্তব্য করার অভিযোগ উঠল। এই ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতরা হল রাহুলদেব বিশ্বাস (২০) ও নিখিল মণ্ডল (২৩)। তাদের বাড়ি হাবড়া থানা এলাকায়।
জানা গিয়েছে, অশোকনগর স্টেডিয়ামের কাছে ‘দ্রোহের আলো’ কর্মসূচিতে আসেন হাবড়ার এক যুবতী। কর্মসূচি চলাকালীন যুবতী তাঁর এক বন্ধুর সঙ্গে নৈহাটি রোডের ধারে একটি দোকানে যাচ্ছিলেন। সেই সময় নৈহাটি রোড ধরে দু’টি বাইকে করে আসছিল চারজন যুবক। অভিযোগ, বাইকে থাকা দুই যুবক যুবতীকে লক্ষ্য করে কু-মন্তব্য করে। তার প্রতিবাদ করেন যুবতীর সঙ্গে থাকা বন্ধুটি। কিন্তু তারা দমে না গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বাইক নিয়ে চম্পট দেয়। যুবতী তৎক্ষণাৎ ফোনে বিষয়টি জানান কর্মসূচির উদ্যোক্তাদের। পরে তাঁরাই অভিযুক্ত দু’জনকে ধরে ফেলেন। বাকি দু’জন পালিয়ে যায়। অশোকনগর থানার পুলিস ওই দু’জনকে গ্রেপ্তার করেছে। আক্রান্ত যুবতী বলেন, আমি কর্মসূচির ফাঁকে এক বন্ধুর সঙ্গে নিয়ে চা খেতে যাচ্ছিলাম। তখনই এই ঘটনা ঘটে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অশোকনগর থানার পুলিস জানিয়েছে, নিগ্রহের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।