নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ছটপুজোর জন্য বারাকপুর শিল্পাঞ্চলের ৭৯টি গঙ্গার ঘাট সুন্দর করে সাজানোর পরিকল্পনা করেছে পুরসভা। রাজ্য প্রশাসনের নির্দেশে এই উদ্যোগ। ঘাটে যাতে কারও অসুবিধা না হয় সেদিকে নজর দেওয়া হচ্ছে। তার জন্য আশপাশ সাফ সুতরো করা হচ্ছে। কারণ দণ্ডি কেটে অনেকেই পুজো দেন গঙ্গায়। পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য প্রতিটি গঙ্গার ঘাটে আসা যাওয়ার রাস্তা মেরামত করা হচ্ছে। পর্যাপ্ত আলো লাগাতে বলা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে। জেলাশাসক শরদ দ্বিবেদী, পুলিস কমিশনার অলক রাজোরিয়া, বারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক বারাকপুর শিল্পাঞ্চলের বড় বড় ঘাট ঘুরে দেখেন। সেই সব ঘাটের ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক বলেন, প্রত্যেকটি ঘাটকে সুন্দর করে সাজানো হচ্ছে। আলো লাগানো হচ্ছে। ছটপুজোয় অংশগ্রহণকারীদের যাতে কোনও অসুবিধা না হয় এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে, তা দেখা হচ্ছে। সব মিলিয়ে মহকুমায় গঙ্গার ঘাট সহ ১৩৫টি জায়গায় ছট পুজো হচ্ছে।