সংবাদদাতা, কাকদ্বীপ: গ্রামের মধ্যে চোলাই মদ বিক্রি করাকে কেন্দ্র করে উত্তেজনা। ঘটনাটি ঘটেছে সাগরের সুমতিনগরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তি ওই গ্রামের ভিতর চোলাই মদ বিক্রি করতো। গ্রামবাসীরা বারবার বাধা দেওয়া সত্ত্বেও সে শুনত না। সোমবার রাতে ওই ব্যক্তি প্রায় ৩০ লিটার চোলাই মদ নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন গ্রামের মহিলারা তাকে হাতেনাতে ধরে ফেলেন। এরপরই গ্রামের একটি জায়গায় ওই ব্যক্তিকে বসিয়ে রেখে আবগারি দপ্তরকে খবর দেওয়া হয়। কিন্তু আবগারি দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসেননি। তখন গ্রামবাসীরাই ওই চোলাই মদে আগুন ধরিয়ে দেন।