নিজস্ব প্রতিনিধি, বারাসত: দত্তপুকুরে ছেলের পাওনা টাকা চাইতে গিয়ে খুন হয়েছিলেন বৃদ্ধ বাবা। ওই ঘটনায় গ্রেপ্তার হল চারজন। পুলিস জানিয়েছে, ধৃতরা হল জাকির আলি, নুর ইসলাম, সাবির আলি ও ইকবাল আলি। তাদের সোমবার বারাসত আদালতে তোলা হলে জাকিরকে চারদিনের পুলিস হেফাজত ও বাকি তিনজনের ১৪ দিনের জেল হেফাজত হয়েছে। এই জাকির খুনের ঘটনায় মূল অভিযুক্ত ।
জানা গিয়েছে, দত্তপুকুরের জাফরপুর এলাকার বাসিন্দা ওসমান আলির ছেলের থেকে পড়শি জাকির আলি বেশ কয়েকমাস আগে সাড়ে পঁচিশ হাজার টাকা ধার নেন। ৩ নভেম্বর, রবিবার ধারের সেই টাকা ওসমান চাইতে যান। তখনই বিবাদ বাঁধে। অভিযোগ, বৃদ্ধকে মারধর করা হয়। এতে দু’জন জখম হন। সকলকেই নিয়ে যাওয়া হয় বারাসত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই ওসমানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ওই রাতেই বেশ কয়েকজনের বিরুদ্ধে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিস মূল অভিযুক্ত জাকির সহ পরিবারের মোট চারজনকে গ্রেপ্তার করেছে।