বজ্রবিদ্যুৎ সহ টানা বৃষ্টির পূর্বাভাস ১১ জেলায়, কতদিন চলবে? আবহাওয়ার খবর
আজ তক | ০৬ নভেম্বর ২০২৪
Rain Alert: শীতের দেখা নেই। তবে এরই মধ্যে রাজ্যের ১১ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। সকাল ও রাতের হাওয়ায় ঠান্ডাভাব অনুভূত হচ্ছে। হালকা কুয়াশার চাদর দেখা যাচ্ছে ভোরের দিকে। দক্ষিণবঙ্গ তো বটেই, উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেলা বাড়তে কুয়াশা কাটবে। দক্ষিণবঙ্গের ৪ জেলায় মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
হাওয়া অফিস জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৭ নভেম্বরেও এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী ৫ দিনের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার কোনও বড় পরিবর্তন হবে ন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও আবহাওয়ার তেমন বড় কোনও পরিবর্তন নেই। নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত শীতের আগমন হবে না। তাপমাত্রা আগের থেকে খানিকটা কমবে। আর্দ্রতাজনিত অস্বস্তিও কমবে।