• আবাসে বঞ্চনার অভিযোগ, ঘর দেওয়ার দাবিতে পথ অবরোধ
    বর্তমান | ০৬ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, রাজগঞ্জ: আবাস যোজনায় বঞ্চনার অভিযোগ তুলে ও প্রকল্পের সুবিধা প্রদানের দাবিতে মঙ্গলবার অসম মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন করলাভ্যালি চা বাগানের শ্রমিকরা। তাঁদের অভিযোগ, আবেদন করা পরেও আবাস যোজনার ঘর থেকে চা শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে। এবিষয়ে প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি। অবরোধের জেরে জাতীয় সড়কের দু’দিক বহু যানবাহন আটকে যায়। দু’ঘণ্টা ধরে অবরোধ চলার পর জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস গিয়ে শ্রমিকদের বুঝিয়ে তুলে দেয়। 

    জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে করলাভ্যালি চা বাগান। অভিযোগ, বাগানে ১৭, ২৬নং বুথ এলাকার ২৫০টি পরিবারের বাড়ি বাঁশ ও টিন দিয়ে তৈরি। সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক পরিবারেরই আবাস যোজনায় ঘর পাওয়ার কথা। কিন্তু এবছরের আবাস যোজনার ঘরের তালিকার মাত্র ৩৩ জনের নাম রয়েছে। চা শ্রমিক কাজল নায়েক বলেন, আমরা খুব কষ্টে বসবাস করছি। সমস্ত কিছু দেখার পরেও  আবাস যোজনা থেকে বঞ্চিত করা হচ্ছে। পঞ্চায়েত সদস্য রুবিনা মুন্ডা বলেন, চা গানে প্রচুর শ্রমিক পরিবার আছে যাদের ঘর বাঁশ, টিন দিয়ে তৈরি। বর্ষায় জল পড়ে, বেড়া ভেঙে যায়। পরিবারগুলি সরকারি ঘর পাওয়ার যোগ্য হলেও দেওয়া হচ্ছে না। সমস্ত চা শ্রমিককে ঘর দেওয়ার দাবিতেই আমাদের এই আন্দোলন। জলপাইগুড়ি সদর ব্লক বিডিও মিহির কর্মকার বলেন, যেসমস্ত চা শ্রমিক ঘর পাওয়ার যোগ্য, তাঁদের আবেদন নেওয়ার কাজ শুরু করা হয়েছে। তাছাড়া চা শ্রমিকরা দেখা করে কথা বলার দাবি করেছেন। সেই দাবি মেনে নেওয়া হয়েছে। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)