• জনতার চাপে অভিযানে পুলিস, আটক ১, ভাঙড়ে অবাধে হেরোইন বিক্রি, প্রতিবাদে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ
    বর্তমান | ০৬ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাঙড়ের হাতিশালা গ্রামে ঘরে ঘরে চলে হেরোইনের ব্যবসা। এই মাদক বিক্রির প্রতিবাদে মঙ্গলবার টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীদের একাংশ। কলকাতা পুলিস তথা জেলা প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে দলমত নির্বিশেষে হাতিশালা-ভোজেরহাট রোড অবরোধ করেন গ্রামবাসীরা।

    পথ অবরোধের খবর পেয়ে কলকাতা পুলিস ঘটনাস্থলে গেলে পরিস্থিতি আরও জটিল হয়। কলকাতা পুলিসের ভূমিকায় ক্ষুব্ধ গ্রামবাসীরা অবরোধ তুলতে অস্বীকার করেন। স্থানীয় সূত্রের খবর, এ নিয়ে পুলিসের সঙ্গে গ্রামবাসীদের একপ্রস্ত ধস্তাধস্তিও হয়। পরে গ্রামবাসীদের চাপের মুখে পুলিস বাধ্য হয় মাদক বিক্রেতাদের ঘরে অভিযান চালাতে। এই অভিযানে পোলেরহাট থানা একজনকে হাতেনাতে আটক করেছে। গ্রামবাসীদের অভিযোগ, হাতিশালায় পুলিসের নাকের ডগায় বাড়িতে বসেই মাদক বিক্রি করে কয়েকজন। কিন্তু পুলিস সব জেনেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ফলে গ্রামের যুবকরা মাদকাসক্ত হয়ে পড়ছে। সাম্প্রতিক অতীতে প্রায় শ’চারেক গ্রামবাসী এর প্রতিকার চেয়ে বিডিও, এসডিও অফিস ও স্থানীয় থানায় স্মারকলিপি দিয়েছিলেন। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি।

    তাই বাধ্য হয়ে এদিন গ্রামবাসীরা দুপুরে রাস্তা অবরোধ করেন। গ্রামবাসীদের দাবি মেনে কলকাতা পুলিস অভিযান চালানোর পর অবরোধ তুলে নেন তাঁরা। তবে তাঁরা পুলিসকে স্পষ্ট জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। এ নিয়ে কলকাতা পুলিসের ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ওই এলাকা থেকে আমরা মাদকাসক্ত কয়েকজনকে গ্রেপ্তার করেছি।’ গ্রামবাসীদের অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’
  • Link to this news (বর্তমান)