নান্টু হাজরা: চায়ের আড্ডায় প্রতারণার জাল। অভিনব প্রতারণা চক্রের পান্ডাকে গ্রেফতার করল বিধাননগর পুলিস। ধৃতের নাম অমিত সমাদ্দার। বেলঘরিয়ার বাসিন্দা। পুলিস সূত্রে খবর, গতকাল দুপুরে সল্টলেক করুণাময়ী ট্রাফিক গার্ড থেকে বিধাননগর পূর্ব থানায় একটি খবর যায়, যে করুণাময়ী মেট্রো স্টেশনের জিআরপি এক ব্যক্তিকে আটক করে ট্রাফিক গার্ডে রেখেছেন। কয়েকজন যুবক তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করছেন। সেই ভিত্তিতে বিধান নগর পূর্ব থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে বিধান নগর পূর্ব থানায় নিয়ে আসে। এরপরেই তদন্তে বেরিয়ে আসে আসল ঘটনা।
পুলিস সূত্রে খবর, নিজেকে মেট্রোর অফিসার পরিচয় দিয়ে বেশকিছু চায়ের দোকানে প্রতিদিন আড্ডা দিতেন বেলঘরিয়ার বাসিন্দা অমিত সমাদ্দার। সেই চায়ের দোকানে বেকার যুবক-যুবতীদের টার্গেট করতেন তিনি। তাদেরকে সল্টলেকের নতুন চালু হওয়া মেট্রো প্রকল্পে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতেন তিনি। এমনই এক চাকরির প্রতিশ্রুতির ফাঁদে পড়েছিলেন বেশ কিছু যুবক। তাদেরকে সল্টলেকের মেট্রো স্টেশনে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন এই অভিযুক্ত। সেই ভিত্তিতে সেই যুবকদের থেকে লক্ষাধিক টাকা নেয় অভিযুক্ত ব্যক্তি। টাকার পরিপ্রেক্ষিতে এপয়েন্টমেন্ট লেটার তাদের হাতে তুলে দেন ওই ব্যক্তি।
গত সোমবার সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে করুণাময়ী মেট্রো স্টেশনে সেই যুবকরা এলে তারা জানতে পারেন অ্যাপয়েন্টমেন্ট লেটারটি জাল। এরপরই গতকাল ওই ব্যক্তিকে বকেয়া টাকা নেওয়ার জন্য তারা ডেকে পাঠায় সল্টলেকের করুণাময়ী মেট্রো স্টেশনের কাছে থাকা বিদ্যুৎ ভবনের সামনে। সেখানে সেই ব্যক্তি বকেয়া টাকা নিতে এলে সেই ব্যক্তিকে নিয়ে করুণাময়ী মেট্রো স্টেশনে যায় অভিযোগকারী যুবকরা। সেখানে আগে থেকেই জিআরপিকে ঘটনাটি বলা ছিল। অভিযুক্ত অমিত সমাদ্দারকে নিয়ে যেতেই তাকে আটক করে বিধান নগর ট্রাফিক গার্ডের কাছে নিয়ে যায় জিআরপির আধিকারিকরা। সেখান থেকেই খবর দেওয়া হয় বিধান নগর পূর্ব থানায়। পূর্ব থানার পুলিস এসে অভিযুক্ত অমিত সমাদ্দারকে গ্রেফতার করে ওই যুবকদের লিখিত অভিযোগের ভিত্তিতে। তবে এই চক্রের পেছনে আরো বড় মাথা জড়িত আছে কিনা খতিয়ে দেখছে পুলিস। আজ অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতলা হবে।