• চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার লাইভ সম্প্রচার, কোথায় দেখতে পাবেন?
    প্রতিদিন | ০৬ নভেম্বর ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে দুর্গাপুজো। তার পর কালীপুজো। এবারে বাঙালির জগদ্ধাত্রী পুজোর পালা। তার জন্য চন্দননগরে এখন সাজো সাজো রব। তৈরি হচ্ছে নানা থিমের আলো। চলছে প্রশাসনিক প্রস্তুতিও। আর এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে বিসর্জনের জমকালো শোভাযাত্রা কাউন্টডাউন। এই প্রথম শোভাযাত্রার সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে চন্দননগরের কেন্দ্রীয় কমিটি।

    চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা মানেই আলাদা আকর্ষণ। প্রতিবছর তা দেখতে প্রচুর মানুষ যান সেখানে। কিন্তু সবার পক্ষে তো আর যাওয়া সম্ভব নয়। সেই কারণেই এই ব্যবস্থাপনা। যাতে সারা বিশ্বের মানুষ জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার জমকালো আয়োজনের সাক্ষী হতে পারে। এমনটাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শুভজিৎ সাউ। কিন্তু শোভাযাত্রার লাইভ সম্প্রচার কোথায় দেখতে পাবেন? কেন্দ্রীয় কমিটির ফেসবুক পেজে সরাসরি এই সম্প্রচার হবে (https://www.facebook.com/ChandannagarCentral1956)।
  • Link to this news (প্রতিদিন)