• দেশে ফিরেই চেনা মুডে অভিষেক, উপনির্বাচনের আগেই নামবেন ‘ময়দানে’
    প্রতিদিন | ০৬ নভেম্বর ২০২৪
  • ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: চোখের চিকিৎসার জন্য দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ফিরেছেন দেশে। চলতি সপ্তাহে অর্থাৎ উপনির্বাচনের আগেই  বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে শুরু করবেন জনসংযোগ। শনিবার আমতলার কার্যালয়ে আয়োজন করা হয়েছে জনসংযোগ কর্মসূচির।

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের সমস্যা দীর্ঘদিনের। আগেও চিকিৎসার জন্য বিদেশ গিয়েছেন তিনি। চলতি বছরে লোকসভা নির্বাচনের পর কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে ফের চিকিৎসার জন্য বিদেশে পাড়ি দিয়েছিলেন অভিষেক। কালীপুজোর আগে ফিরেছেন কলকাতায়। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় সপরিবারে শামিল হয়েছিলেন তিনি। জানা গিয়েছে, বিজয়া সম্মিলনীর মাধ্যমে আগামী শনিবার থেকে ফের জনসংযোগ শুরু করবেন অভিষেক। তবে বৃহস্পতিবার জন্মদিন অভিষেকের। ওইদিন তাঁকে শুভেচ্ছা জানাতে ভিড় করেন বহু মানুষ। তাঁদের সঙ্গে দেখাও করেন তিনি। এবার কী হবে তা স্পষ্ট নয়। তবে দেখা যেতেই পারে চেনা ছবি। 

    উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদে দলীয় কর্মিসভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে ফেরার পথে হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা দুধের গাড়িতে অভিষেকের গাড়ি ধাক্কা মারে। অভিষেকের গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। জ্ঞান হারান অভিষেক। ওই দুর্ঘটনাতেই সাংসদের বাঁ চোখের নিচের হাড় ভেঙে যায়। তার পর থেকে দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন অভিষেক। একাধিকবার বিদেশে চোখের অস্ত্রোপচার করা হয়েছে তাঁর।
  • Link to this news (প্রতিদিন)