এই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী, ট্রাম্প এবং কমলার মধ্যে কে জয়ী হবেন, তা ভোটারদের সরাসরি ভোটে নির্ধারিত হবে না। কেন্দ্রীয় পর্যায়ে (ফেডারেল) নির্বাচনী লড়াইয়ের বদলে জয়ী-পরাজিত নির্ধারিত হবে এক একটি প্রদেশের নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে। মাইন এবং নেব্রাসকা— এই দু’টি প্রদেশ বাদে বাকি সবগুলি রাজ্যের ইলেক্টোরাল ভোট যোগ করলে যে প্রার্থী ২৭০ বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। সেই প্রার্থীর ‘রানিং মেট’ হয়ে যাবেন ভাইস প্রেসিডেন্ট। গণনার গতিপ্রকৃতির দিকে আজ নজর থাকবে।
সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছিল আরজি কর মামলার শুনানি। মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তার পরিবর্তে আজ সকালে মামলাটি শুনবে প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্দেশনামা দিয়ে জানিয়েছে, আজকের শুনানির তালিকায় প্রথম থাকবে আরজি কর মামলা। অর্থাৎ, আজ আদালত বসলে সবার প্রথমে এই মামলাটির শুনানি হবে।
আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি আরও দু’টি নির্বাচন হচ্ছে। এই দফায় আমেরিকার কংগ্রেসের উচ্চকক্ষ ১০০ সদস্যের সেনেটের ৩৪টি এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েনটেটিভসের ৪৩৫ আসনের সব ক’টির নির্বাচন হচ্ছে। বিভিন্ন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পাশাপাশি প্রেসিডেন্ট-সহ গুরুত্বপূর্ণ পদে জয়ী প্রার্থীদের নিয়োগপত্র সুপ্রিম কোর্ট পেশ করে সেনেটেই। তাই হাউস ও সেনেটের ভোট সাধারণ নির্বাচনের থেকে কম গুরুত্বপূর্ণ নয়। আজ নজর থাকবে সে দিকেও।
হামলা চালিয়েছে ইজ়রায়েল সেনা। গাজ়ায় নিহতের সংখ্যা সাড়ে ৪৩ হাজার ছুঁল। লেবাননে তিন হাজার। যুদ্ধের ‘গোপন খবর’ পাচারের অভিযোগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতরের আধিকারিককে গ্রেফতার করেছে ইজ়রায়েল পুলিশ। আজ এই পরিস্থিতির দিকেও নজর থাকবে।
মঙ্গলবারও আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনে উত্তর কিংবা দক্ষিণবঙ্গের কোথাওই সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র আগামী কয়েক দিন শুকনো আবহাওয়া থাকবে বলে। উত্তরের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা হলে রাজ্যে শীত কবে আসবে? এখনও কিছু স্পষ্ট ভাবে বলেনি আলিপুর আবহাওয়া দফতর।