প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় জেল হেফাজতে থাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ফের জামিনের আবেদন করলেন। মঙ্গলবার বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতে তাঁর আইনজীবীদের তরফে ওই আবেদন করা হয়। নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় জেল হেফাজতে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় তাঁকে গ্রেফতার (শোন অ্যারেস্ট) করেছে সিবিআই। ওই মামলাতেই পার্থ জামিনের আবেদন করেছেন বলে আদালত সূত্রে খবর। পার্থর আইনজীবী বিপ্লব গোস্বামী বলেন, “আগের মামলার জামিনের আবেদনগুলির শুনানি কলকাতা হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টে সম্পন্ন হয়েছে। কিন্তু এখনও রায়দান হয়নি। ওই সব মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই আশঙ্কায় সম্প্রতি পার্থকে জেল হেফাজতে রাখার জন্য সিবিআই প্রাথমিকের মামলায় গ্রেফতার করেছে।” এর পরেই নিম্ন আদালতে প্রাথমিকের মামলায় জামিনের আবেদন করা হয়। এ দিনের আবেদনের প্রেক্ষিতে সিবিআইয়ের আইনজীবীরা জামিনের বিরোধিতার প্রস্তুতির জন্য সময় প্রার্থনা করেন। বিচারক পরবর্তী শুনানি ১৩ নভেম্বর ধার্য করেছেন বলে আদালত সূত্রে খবর।