দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু’-এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হলেও হতে পারে। তার পর থেকে আপাতত দক্ষিণবঙ্গে আর কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতাও জারি করা হয়নি। আগামী পাঁচ দিনে দক্ষিণের কোথাও পারদ নামারও সম্ভাবনা নেই।
একই চিত্র উত্তরেও। উত্তরবঙ্গের কোনও জেলাতেই আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি, উত্তরেও এখনই আসছে না শীত। আগামী কয়েক দিন উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। মোটের উপর তাপমাত্রা একই থাকবে। বুধবার সারা দিন অংশত মেঘলা থাকবে কলকাতার আকাশ। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবারের চেয়ে সামান্য বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে যা ০.১ ডিগ্রি কম।