বাড়ি থেকে বেরনোর খানিক ক্ষণের মধ্যে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। বুধবার সকালে মুর্শিদাবাদের জলঙ্গি থানা এলাকায় ঘটনা। মৃতের নাম রাকেশ রোশন (২৬)। স্থানীয় সূত্রে খবর, একটি ইট বোঝাই ট্র্যাক্টরকে অতিক্রম করতে গিয়ে রাকেশের বাইকের সঙ্গে তার ধাক্কা লাগে। বাইক থেকে ছিটকে রাস্তায় গিয়ে পড়েন যুবক। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী। মৃতের কাকা মাইনুল শেখ বলেন, ‘‘মাছ কিনতে বাজারে যাচ্ছিল ও। বাড়ি থেকে বেরনোর কিছু ক্ষণ পরে দুর্ঘটনার খবর এল। একটি ইটবোঝাই ট্র্যাক্টরের ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে ও। এলাকার লোকজনই রাকেশকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু বাঁচানো গেল না ওকে।’’
পুলিশ সূত্রেও একই তথ্য জানা গিয়েছে। জলঙ্গি থানা এলাকার সাদিখারদিয়ার এলাকায় বাড়ি রাকেশের। সকালে বাইক নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, সামনে থাকা একটি ইট বোঝাই ট্র্যাক্টরকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িতে ধাক্কা দেন বাইকআরোহী যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।