• আগামী সপ্তাহ থেকেই শীত পড়ে যাবে? আবহাওয়ার বড় আপডেট
    আজ তক | ০৬ নভেম্বর ২০২৪
  • কালীপুজো পেরিয়ে গেছে। এখনও শীত পড়েনি। তবে পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা কমতে পারে। তার পূর্বাভাস জারি হয়েছে। ফলে রাজ্যে শীত আসার পড়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে উত্তর বা দক্ষিণবঙ্গে তাপমাত্রার হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই। কিন্তু আগামী সপ্তাহে আবহাওয়ার বদল ঘটতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। 

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১২ নভেম্বর তারিখ পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রার কোনও পরিবর্তন অনুভূত হবে না। কিন্তু, পশ্চিমের জেলাগুলিতে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। সকালের দিকে কোনও কোনও জেলায় হাল্কা শীত বোঝা যাবে। 

    আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১০ তারিখ অর্থাৎ রবিবার বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলায়। সেই জেলাগুলো হল, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। আবহাওয়া বিশারদরা বলছেন, নভেম্বরের মাঝামাঝি সময় অর্থাৎ আগামী সপ্তাহ থেকেই উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূর পরিবেশ তৈরি হবে। নভেম্বর মাসের শেষ থেকে শীত বোঝা যাবে। শীতের আমেজও মিলবে। 

    উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রার আপাতত কোনও পরিবর্তন হবে না। কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। বাকি উত্তরবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালের দিকে নীচের দিকের জেলা মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।

    কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি। তাপমাত্রা ৩০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। আজ কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনও বৃষ্টির সম্ভাবনা নেই।  
  • Link to this news (আজ তক)