• মিঠুনের বিরুদ্ধে FIR কলকাতায়, শাহের মঞ্চে 'উস্কানিমূলক' মন্তব্যের অভিযোগ
    আজ তক | ০৬ নভেম্বর ২০২৪
  • এবার দাদাসাহেব ফালকে সম্মান পাওয়া অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে FIR দায়ের করা হল কলকাতায়। বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে বিধাননগর দক্ষিণ থানায়। ঘটনার তদন্তও শুরু করে দিয়েছে বিধাননগর পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফরে মঞ্চে উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগ করা হয়েছে মিঠুনের বিরুদ্ধে।

    সম্প্রতি বাংলায় বিজেপি-র সদস্য সংগ্রহ অভিযানে বাংলায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সভায় উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তীও। গত ২৭ অক্টোবর ওই সভায় মিঠুন বলেন, 'আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই বলছি, যা করতে হয় সব করব। এই সব কিছুর মধ্যে অনেক অর্থ লুকিয়ে রয়েছে। আমাদের এখানকার এক নেতা বলেন, ৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু। কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভাবলাম, মুখ্যমন্ত্রী তাঁকে কিছু বলবেন। এমন কথা না বলতে বলবেন। কিছু হল না। আমি মুখ্যমন্ত্রী নই। কিন্তু বলে রাখছি, ভাগীরথী নদী আমাদের মা। তাই ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব না। কিন্তু তোমার মাটিতেই তোমাকে পুঁতে দেব।' 

    মিঠুন আরও বলেছিলেন, 'বার বার বলছি, যা করতে হয় সব। এমন সদস্য চাই, যাঁরা বুক চিতিয়ে বলবেন, মার! কত গুলি আছে দেখি! এমন কর্মী চাই না, যাঁরা টাকা নিয়ে কাজ করেন। এমন করলে আপনারা তৃণমূলে চলে যান। আমি বলে যাচ্ছি, আপনারা আমাদের বাগানের একটা ফল যদি ছেঁড়েন, আমরা চারটে ছিঁড়ব। এটা সত্যি। নইলে জিততে পারব না। এটা অভিনেতা মিঠুন চক্রবর্তী বলছে না। ১৯৬৮ সালের ২৮ বছর বয়সি মিঠুন বলছে। রাজনীতি করেছি। রক্তের রাজনীতি করেছি। সব জানি, কে কোথা থেকে কী করবে। আপনাদের পাশে চাই। সাহস চাই। বুক চিতিয়ে এগিয়ে আসতে হবে।' মিঠুনের এই মন্তব্যকে উস্কানিমূলক বলা হয়েছে এফআইআর-এ। 
     
  • Link to this news (আজ তক)