অয়ন ঘোষাল: সোমবার সকাল সকাল কলকাতায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। চা খেতে গিয়ে ঠাঁই হল হাসপাতালে। এমনই ঘটনা ঘটল দক্ষিণ কলকাতার লর্ডস মোড়ে। পুলিস সূত্রে জানা যায়, বেসরকারি ব্যাংকে কর্মরত অনুরাগ মিত্র (৩৬)। সোমবার কাজে যোগ দেওয়ার আগে, দক্ষিণ কলকাতার লর্ডস মোড়ে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে সহকর্মীর সঙ্গে চা খাচ্ছিলেন।
আচমকাই পিছন থেকে গলায় ব্লেড চালানোর অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। কিছু বুঝে ওঠার আগেই মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ব্যারাকপুর এর বাসিন্দা অনুরাগ বাবু। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। ১৫ টি স্টিচ পরে অনুরাগ বাবুর।
পরিবারের তরফ থেকে লেক থানায় অভিযোগ দায়ের করা হয়। তারই ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত ব্যক্তি। কিন্তু পরে জানা যায় অভিযুক্ত ব্যক্তি সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন। এই কাণ্ডের পিছনে সেই অর্থে কোনো মোটিভ ছিল না বলেই জানাচ্ছে লেক থানার পুলিস। পরে আদালতের বিশেষ অনুমতি নিয়ে লেক থানার তরফ থেকে গতকাল বিকেলে তাঁকে পাভলভ মানসিক হাসপাতালে ভর্তি করানো হয়।