ওই এফআইআর-এ অভিযোগ করা হয়েছে, অমিত শাহের সভায় মিঠুন চক্রবর্তী যা বলেছেন তা 'উস্কানিমূলক'। তাই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। এখন ওই এফআইআর নিয়ে পুলিস কী করে সেটাই দেখার।
গত ২৭ অক্টোবর বিজেপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন অমিত শাহ। সল্টলেকের সেই অনুষ্ঠানে ছিলেন মিঠুন চক্রবর্তীও। সেখানেই তিনি একেবারে কড়া ভাষায় বলেন, রাজনীতির মারপ্যাঁচ আমি বুঝি। অভিনেতা হিসেবে নয়, ষাটের দশকের মিঠুন চক্রবর্তী বলছি। বুঝি কোন পদক্ষেপে কোন কাজ হবে। এর জন্য যা করতে হয় করব।
এদিন মিঠুন চক্রবর্তীর নিশানায় ছিলেন মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর কথা টেনেই মিঠুন বলেন, এখানকার এক নেতা বলেন, ৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু। কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভাবলাম, মুখ্যমন্ত্রী তাঁকে এমন কথা না বলতে বলবেন। কিছু হল না। আমি মুখ্যমন্ত্রী নই। কিন্তু বলে রাখছি, ভাগীরথী নদী আমাদের মা। তোমার মাটিতেই তোমাকে পুঁতে দেব!