২৮ টাকার আলু ৩৫ টাকা কেন? কলকাতার বাজারে টাস্ক ফোর্স, বাংলা জুড়ে নয়া প্রস্তাব
হিন্দুস্তান টাইমস | ০৬ নভেম্বর ২০২৪
শীত পড়ব পড়ব করছে। কিন্তু তবুও বাজারে সবজি, আলুর দাম এখনও কমছে না। এদিকে কোন বাজারে কত দাম চলছে তা খতিয়ে দেখার জন্য় এবার বাজারে নামল টাস্ক ফোর্স।
টাস্ক ফোর্সের তরফে বলা হয়েছে, ‘উত্তর কলকাতায় দাম অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। উল্টোডাঙা বাজারেও দেখা গিয়েছে দাম নিয়ন্ত্রণে রয়েছে। এখানে পাশাপাশি দুজন দেখলাম বেগুন একজন ৯০ টাকা আর ৭০টাকায় বেচছে। আমরা সমিতির লোকজনকে বলেছি।গুরুত্ব না দিলে ওরা বিপদে পড়বে বলেই আমাদের ধারনা। আলুর দাম কেন বেশি নিচ্ছে বোঝা যাচ্ছে না। ওরা ২৮ টাকার আলু কেন ৩৫ টাকায় বেচছে? সবজিতে ৭ টাকা প্রতি কেজিতে লাভ করবে এটা হয় না। সেজন্য় দেখছি কত দামে কিনেছে, কত দামে বিক্রি হচ্ছে তা দেখা হচ্ছে। হোলসেলাররা স্টোরগেট থেকে কত দামে কিনছেন সেটাও দেখছি। আশা করি দাম কমবে। নতুন সবজি বাজারে ঢুকবে। দাম কমবে। তবে যদুবাবুর বাজার, লেক মার্কেট, গড়িয়াহাট মার্কেট, বাঁশদ্রোনী নিয়ে অভিযোগ এসেছে। আমরা বলেছি পরিস্থিতি স্বাভাবিক করতে।’
‘দামের তালিকা কেউ করছে না। আইনগত ব্যবস্থা নেওয়া যায় কি না সেটা দেখছি। এটা আলোচনা করতে হবে। সারা বাংলা জুড়ে করতে হবে। ট্রেড লাইসেন্সের সঙ্গে এটা জোড়া যায় কি না সেটা প্রস্তাব দেব। বেগুনের দাম ৬০ টাকা করে আমরা উল্টোডাঙা বাজারে দেখে এসেছি। কিন্তু ৯০ টাকায় কেন বিক্রি হচ্ছে বুঝছি না। এসব লোক ঠকানো কারবার। এদিন টাস্ক ফোর্সের তরফে একাধিক ব্যবসায়ীকে সতর্ক করে দেওয়া হয়।’
এবার যদু বাবুর বাজারের সবজি ও মাছের দামের তালিকাটা দেখে নিন।