আগামী ফেব্রুয়ারি মাস থেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে নবজোয়ার কর্মসূচি হতে পারে বাংলায়। আর তার আগে সংগঠনের বিভিন্ন স্তরের রদবদলের পাশাপাশি একাধিক কর্মসূচির আয়োজন করা হবে বলে খবর। এদিকে বিদেশ থেকে ফিরে এসেছেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কালীপুজোর অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাঁকে। তারপর থেকে আর কোনও কর্মসূচিতে সেভাবে দেখা যায়নি অভিষেককে। তবে সূত্রের খবর, এবার ফের মাঠে নামতে চলেছেন অভিষেক।
আগামী শনিবার দক্ষিণ ২৪ পরগনার আমতলায় বিজয়া সম্মিলনীতে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। এই ডায়মন্ডহারবারেরই সাংসদ অভিষেক। এবার তাঁর উদ্যোগেই পুজোর আগে বাড়ি বাড়ি অভিষেকের উপহার তুলে দিয়েছিল তৃণমূল। এবার আমতলায় দলের উদ্যোগে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভিষেক।
সূত্রের খবর, আমেরিকার বাল্টিমোরে অভিষেকের চোখের অপারেশন হয়েছিল। চোখের যে কি পরিস্থিতি সেটা অভিষেক নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছিলেন। তবে চোখের অপারেশন করিয়ে দেশে ফেরার পরে কিছুদিন বিশ্রামে রয়েছেন তিনি। তবে তারপরই তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়বেন বলে খবর।
এদিকে শনিবারের এই অনুষ্ঠানের দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই। সেখানে অভিষেক শেষ পর্যন্ত ঠিক কোন বিষয়ের উপর আলোকপাত করেন সেটাই দেখার।
তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কিছুদিন আগেও আরজিকর ইস্যুতে উত্তাল হয়েছিল বাংলা। রীতিমতো অস্বস্তিতে পড়েছিল শাসকদল। সেই আন্দোলনের রেশ যে পুরোপুরি কেটে গিয়েছে এমনটা নয়। তবে গোটা বাংলা যখন উত্তাল হয়েছিল, মমতার পদত্যাগের দাবিতে যখন বার বার দাবি উঠেছে তখনও কিন্তু অভিষেকের কোনও প্রতিক্রিয়া মেলেনি। কার্যত গোটা দ্রোহকাল জুড়ে একেবারেই নীরব ছিলেন অভিষেক। কার্যত যাবতীয় ঝড় সামলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। কখনও চিকিৎসকদের ধর্নাস্থলে গিয়ে, কখনও আবার তাঁদের সঙ্গে মিটিং করে সমাধানের রাস্তা খুঁজেছেন তাঁরা। তবে শেষ পর্যন্ত এবার ময়দানে নামবেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। অনেকেই বলছেন, ঝড় থামতেই, সংকটের দিন কাটতেই, সূর্য উঠতেই ফের মাঠে নামার জন্য তৈরি হচ্ছেন অভিষেক। তবে দলের নেতাকর্মীরা প্রকাশ্যে এনিয়ে কিছু বলতে রাজি নন। এমনকী প্রবীন তৃণমূল সাংসদ সৌগত রায় রীতিমতো প্রশংসা করেছেন অভিষেকের। এমনকী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের যোগ্য উত্তরসূরি হিসাবে তিনি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কথাই উল্লেখ করেছেন। তবে দীর্ঘদিন বাদে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের রাজনৈতিক কর্মসূচির দিকে তাকিয়ে রয়েছে বাংলা।