• নিরাপত্তারক্ষীদের মারধর, বহিরাগত রুখতে নির্দেশিকা জারি করল যাদবপুর কর্তৃপক্ষ
    হিন্দুস্তান টাইমস | ০৬ নভেম্বর ২০২৪
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা ঢুকে মারধর করল বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীকে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এই ঘটনায় থানায় অভিযোগ জানানো হয়েছে। তাছাড়া বহিরাগত প্রবেশ নিয়ে আগে থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিধি নিষেধ রয়েছে। এই ঘটনার পর আবারও বহিরাগত প্রবেশ রুখতে নির্দেশিকা জারি করল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে মদ্যপান এবং মাদক সেবনের মতো গুরুতর অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পর ২০১৮ সালে ক্যাম্পাসে বহিরাগতদের রুখতে নির্দেশিকা জারি করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেক্ষেত্রে বলা হয়েছিল, নির্দিষ্ট সময়ের পর বৈধ পরিচয় পত্র ছাড়া কেউ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে পারবে না। এরপর গত বছর ছাত্র মৃত্যুর ঘটনার পর ফের সেই নির্দেশিকা জারি করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর এবার নিরাপত্তারক্ষীদের মারধরের ঘটনায় ফের বহিরাগত রুখতে নির্দেশিকা জারি করল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    জানা গিয়েছে, নিরাপত্তারক্ষীদের  মার ধরে ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। একদল বহিরাগত ঢুকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের মারধর করে বলে অভিযোগ। তাতে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক কর্মীর আত্মীয়ও ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় মঙ্গলবার আবার নির্দেশিকা জারি করেছেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। পুলিশেও অভিযোগ জানিয়েছেন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈধ পরিচয়পত্র ছাড়া রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় চত্বরে ঢোকা নিষেধ। প্রবেশের ক্ষেত্রে পড়ুয়াদের পাশাপাশি অন্যদের পরিচয়পত্র দেখাতে হবে। অন্যদের ক্ষেত্রে গেটে থাকা রেজিস্টারে কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন সেবিষয়ে লিখতে হবে। তাছাড়া গাড়ি ঢোকার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের দেওয়া স্টিকার থাকতে হবে। অন্যদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর গেটে জানাতে হবে। তবে নিরাপত্তারক্ষীরা চালক এবং যাত্রীদের পরিচয়পত্র দেখতে পারবেন। তাছাড়া, বিশ্ববিদ্যালয়ে মাদক সেবন বা মদ্যপান করতে গিয়ে কেউ ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

    উল্লেখ্য, এর আগে গত সেপ্টেম্বরে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ এবং মদ-মাদক সেবন নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চিঠি লিখে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিল।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)