সংবাদদাতা, শান্তিনিকেতন: মার্কিন মুলুকে প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের পরাজয়ের প্রসঙ্গ উল্লেখ করে বঙ্গ বিজেপিকে খোঁটা দিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। মঙ্গলবার রাতে এই বিষয়টি উল্লেখ করে তিনি একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আগেও বিভিন্ন ঘটনায় গেরুয়া শিবিরকে আক্রমণ করতে দেখা গিয়েছে অনুপমকে।
মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্টে লেখেন, প্রত্যেক বুথে লোক বসাতে পারায় ডোনাল্ড ট্রাম্প জিতছেন। অন্যদিকে কমলা হ্যারিসের অবস্থা বঙ্গ বিজেপির মতো। কাগজে-কলমে বুথ কমিটি থাকলেও, বুথে বসার লোক নেই। অর্থাৎ, বঙ্গ বিজেপির নেতৃত্ব তাদের সংগঠন মজবুত করতে পারেনি। প্রত্যেক অঞ্চলে বিজেপির কমিটি থাকলেও নির্বাচনের সময় বুথে এজেন্ট দিতে পারে না দল। স্বাভাবিকভাবেই অনুপমের এই পোস্টের কারণে অস্বস্তিতে রাজ্যও জেলা বিজেপি নেতৃত্ব। অবশ্য এই বিষয়ে আলাদা করে কিছুই বলতে চাননি অনুপম। বিজেপির বোলপুর সংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল বলেন, কে কোথায় কী পোস্ট করেছে, সেই সম্পর্কে কিছুই বলতে পারব না। আমাদের দলীয় শৃঙ্খলা রয়েছে। উচ্চ নেতৃত্ব তা দেখবেন, সেই মতো তাঁরা ব্যবস্থা নেবেন।