• বুর্জ খলিফা থেকে জীবন তরী, হরেক থিমে আরামবাগে জগদ্ধাত্রী পুজো প্রস্তুতি, উন্মাদনা
    বর্তমান | ০৭ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বুর্জ খলিফা থেকে জীবন তরী, হরেক থিমে সাজছে আরামবাগের বিভিন্ন জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ। এছাড়াও কুমারী শোভাযাত্রা থেকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন নিয়ে ব্যাপক উন্মাদনা শুরু হয়েছে আরামবাগ শহরে। হাতে আর মাত্র ক’টা দিন। ভক্তি ও আন্তরিকতার সঙ্গে জগদ্ধাত্রীর আরাধনায় মাততে চলেছেন বাসিন্দারা। দুর্গা, কালীর পর জগদ্ধাত্রী পুজো নিয়েও আরামবাগে শুরু হয়েছে জোর প্রস্তুতি। জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে বিভিন্ন পুজো কমিটি টানা তিন চার দিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করেছে। তাতে আসছেন নামী শিল্পীরা। তবে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পুজোর আয়োজনে কিছু কাটছাঁটও করছেন উদ্যোক্তারা। 


    আরামবাগ হাইস্কুলের মাঠে স্পোর্টিং অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজোয় এবার আকর্ষণ বুর্জ খলিফা। প্রায় ১১০ ফুট উচ্চতার বুর্জ খলিফার আদলে মণ্ডপ তৈরি হচ্ছে। বাঁশের কাঠামোর উপর গড়ে তোলা হচ্ছে বুর্জ খলিফা। উদ্যোক্তারা জানিয়েছেন, তাদের পুজো এবার ৫৫তম বর্ষে পদার্পণ করেছে। সেখানে চারটি বিভাগে ছেলে মেয়েদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা হবে। তাতে প্রায় এক হাজার প্রতিযোগী অংশ নেবে। নজরকাড়া মণ্ডপের পাশাপাশি সেখানে এবারই প্রথম চন্দননগরের শিল্পীর হাতে তৈরি হচ্ছে সাবেকি জগদ্ধাত্রী প্রতিমা। এছাড়া থাকছে ডাকের সাজ। ক্লাবের সদস্য রাজীব চক্রবর্তী বলেন, এবার পুজো আয়োজনে প্রায় ২০লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে। অন্যান্যবারের মতোই আতশবাজি প্রদর্শনী হবে। থাকছে নানা শিল্পীদের অনুষ্ঠান। 


    আরামবাগ শহরের গৌরহাটি মোড় সংলগ্ন প্রগতি চক্রের পুজো এবার ৩৭তম বর্ষে পড়েছে। তাদের থিম ‘লক্ষ্য’। উদ্যোক্তারা বলেন, জীবনের লক্ষ্যে পৌঁছনোর বিভিন্ন ধাপ পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হচ্ছে। প্রতিমা থাকছে সাবেকি। পুজো কমিটির সম্পাদক তাপস দাস বলেন, তিন থেকে পাঁচজন কুমারীকে নিয়ে পুজো করা হবে। এছাড়া স্থানীয় শিল্পীদের নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজনও করেছি। পুজোর বাজেট রাখা হয়েছে প্রায় ছ’লক্ষ টাকা। খিচুড়ি ও পায়েস প্রসাদ বিলি করা হবে। 


    আরামবাগের ত্রিধারা সম্মিলনীর জগদ্ধাত্রী পুজো সপ্তম বর্ষে পড়েছে। তাদের থিম ভাবনা ‘জীবন তরী’। উদ্যোক্তারা জানিয়েছেন, শৈশবের সেকাল ও একাল থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। মোবাইলের কুপ্রভাব থেকে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। এখানেও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 


    পারুল ইয়ং স্টার ক্লাবের পরিচালনায় জগদ্ধাত্রী পুজো এবার ২৭তম বর্ষে পা দিয়েছে। স্থায়ী মন্দিরেই মা জগদ্ধাত্রীর পুজো হবে। পুজো কমিটি জানিয়েছে, যাত্রাপালা, বাউল প্রভৃতি অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। এছাড়া আলোর চমকও থাকছে। 


    আরামবাগের পুরাতন বাজার আঢ্যপাড়ায় বিশ্বদূত ক্লাবের উদ্যোগে জগদ্ধাত্রী পুজো এবার ৩৮তম বর্ষে পড়েছে। সেখানে এবারও ঐতিহ্যবাহী কুমারী পুজোর জন্য শোভাযাত্রা করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
  • Link to this news (বর্তমান)