• জয়পুরে মানসিক ভারসাম্যহীন যুবকের অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য
    বর্তমান | ০৭ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বিষ্ণুপুর: মারধর করায় মানসিক ভারসাম্যহীন এক যুবক বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। এমনই অভিযোগে বুধবার জয়পুরের বড় ভগলদিঘি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম রাজকুমার কুণ্ডু(৩৫)। অভিযোগ, মঙ্গলবার গ্রামেরই এক যুবক রাজকুমারকে মারধর করে। সেই কারণে ওইদিনই তিনি বিষপান করেন। সঙ্গে সঙ্গে তাঁকে জয়পুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তাঁর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, রাজকুমারবাবুকে মঙ্গলবার মারধর করা হয় বলে মৌখিকভাবে অভিযোগ করা হয়েছে। বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে। মৃতদেহের ময়নাতদন্ত হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মারধরের নির্দিষ্ট অভিযোগ হলে সেই অনুযায়ী মামলা হবে।    পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজকুমার কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর বিয়ে হয়েছিল। তবে মানসিক অসুস্থতার জন্য তাঁর ডিভোর্স হয়ে যায়। তাঁর চিকিৎসা চলছিল। নিয়মিত ওষুধ খেতেন। মঙ্গলবার কোনও কারণে তিনি ওষুধ খাননি। সেই জন্য তিনি ওইদিন কিছুটা অস্বাভাবিক আচরণ করছিলেন।  তাতে গ্রামেরই কয়েকজন অসন্তুষ্ট হয়। একজন তাঁকে মারধর করে বলে অভিযোগ। এরপরেই রাজকুমারবাবু বাড়িতে গিয়ে বিষপান করেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। 


    পরিবারের সদস্যরা বলেন, মানসিকভাবে অসুস্থ জেনেও রাজকুমারকে অমানবিকভাবে মারধর করা হয়েছে। সেই কারণেই ও আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমরা এনিয়ে পুলিসের কাছে অভিযোগ জানাব।
  • Link to this news (বর্তমান)