• সুপার স্পেশালিটিতে বিচারাধীন বন্দির মৃত্যুর তদন্ত দাবি
    বর্তমান | ০৭ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বোলপুর: বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের পুলিস সেলে বিচারাধীন বন্দির মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাল গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি(এপিডিআর)। বিচার বিভাগীয় তদন্তের দাবিতে বুধবার বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথকে স্মারকলিপি জমা দেন এপিডিআরের সদস্যরা। প্রসঙ্গত, ১ নভেম্বর বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের পুলিস সেলে বিছানার কাপড় গলায় জড়িয়ে আত্মঘাতী হন দেবনাথ বাগদি(৩২)। বন্দি মৃত্যুর বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। জেল কর্তৃপক্ষ, পুলিস ও হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এমনকী, মৃত্যুর পরেও পরিবারকে জানানো হয়নি বলে মৃতের মা মালতি বাগদি অভিযোগ তোলেন। এপিডিআরের বোলপুর-শান্তিনিকেতন শাখার সভাপতি শৈলেন মিশ্র বলেন, অস্বাভাবিক মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই। কর্তব্যে পুলিসের গাফিলতি প্রমাণিত হলে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানাই। এই দরিদ্র পরিবার যাতে উপযুক্ত ক্ষতিপূরণ পায়, সেই বিষয়টিও নিশ্চিত করতে দৃষ্টি আকর্ষণ করছি।
  • Link to this news (বর্তমান)