ছট উপলক্ষ্যে দুর্গাপুর পুরসভা কন্ট্রোল রুম চালু করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত ছট সংক্রান্ত কোনওরকম সমস্যা হলেই সেখানে ফোন করা যাবে। ছট উপলক্ষে যানজট এড়াতে একাধিক রাস্তায় টোটো চলাচল নিষিদ্ধ হচ্ছে। বিভিন্ন রাস্তায় ভারী গাড়িও যাতায়াত করতে দেওয়া হবে না। মেয়র বিধান উপাধ্যায় বলেন, আজ মুখ্যমন্ত্রী ছট ঘাটের উদ্বোধন করবেন। আমরা প্রস্তুতি খতিয়ে দেখেছি।
দুর্গাপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, প্রতিটি ঘাটে পুরসভার লোক থাকবে। প্রতি বরো অফিসকে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবেও তিনটি নম্বরে ফোন করলে ছটব্রতীরা সাহায্য পাবেন। নম্বরগুলি হল-৯৬৩৫৬৯২১৮৬, ৭০০১৬০৬৫২৫, ৯৯৩২২৫৪২২৩। ডিসি ট্রাফিক ভিজি পশুমূর্তি বলেন, আসানসোল শহরে বৃহস্পতিবার দুপুর ২টো থেকে শুক্রবার সকাল পর্যন্ত ভারী যানচলাচল নিষিদ্ধ। ২নম্বর জাতীয় সড়কে কলকাতা অভিমুখের লেনে বৃহস্পতিবার সকাল থেকে পণ্যবাহী গাড়ি যাতায়াত করতে দেওয়া হবে না। ভুতনাথঘাট, কাল্লাঘাট, রানিগঞ্জ বেশকিছু এলাকায় টোটো চলাচল করতে দেওয়া হবে না।