• শিলিগুড়িতে হবে আইএফএ শিল্ড? সহযোগিতার আশ্বাস গৌতম দেবের
    বর্তমান | ০৭ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, শিলিগুড়ি: দীর্ঘ সাত বছর পর ডার্বি পেতে পারে শিলিগুড়ি। আগামী বছর মার্চ মাসে শিলিগুড়িতে আইএফএ শিল্ড করার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা। আর তাতেই শিলিগুড়িতে সাত বছর পর ডার্বি ম্যাচ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতার তিন প্রধান দল ছাড়াও ব্রাজিলের একটি সহ দেশের সেরা টিমগুলিকে  শিল্ডে খেলানোর চেষ্টা চালাচ্ছে আইএফএ। আর তাতে ইস্ট বেঙ্গল-মোহন বাগান অর্থাৎ ডার্বি না হলেও দীর্ঘদিন বাদে শিলিগুড়ি জমজমাট উপভোগ্য ফুটবলের সাক্ষী হতে চলেছে। শিলিগুড়িতে শিল্ড করার জন্য আইএফএর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মেয়র গৌতম দেব। শিলিগুড়িতে শিল্ডকে সফল করার জন্য সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

    প্রায় এক বছর হল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু করেছে

    শিলিগুড়ি পুরসভা। পুরনো সাই হস্টেলের দিকে গ্যালারি সংস্কারের পর এখন শিলিগুড়ি মহকুমা পরিষদ প্রান্তের গ্যালারির কাজ চলছে। ড্রেসিংরুমকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। সংস্কারের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। কিন্তু তার জন্য আইএফএ শিল্ডের খেলা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হওয়া আটকাবে না বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব। বুধবার তিনি বলেন, কিছুদিন আগেই সিনিয়র ন্যাশনাল মহিলা ফুটবলের তিনটি ম্যাচ এখানে হয়েছে। সেই ম্যাচের জন্য আমরা ড্রেসিংরুম আবার নতুন করে সাজিয়েছি। মহকুমা পরিষদ প্রান্তের গ্যালারি সংস্কারের কাজ চললেও, বাকি তিনদিকের গ্যালারিতে দর্শকদের বসার ক্ষেত্রে কোনও সমস্যা নেই। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আইএফএ শিল্ডের জমজমাট আসর বসার ক্ষেত্রে পরিকাঠামোগত কোনও সংশয় বা প্রশ্নই নেই। সব থেকে বড় সুবিধা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ফ্লাডলাইট রয়েছে। কাজেই এখানে দিন ও রাতের ফুটবল ম্যাচ করার সুযোগ রয়েছে। মাঠ সুন্দর অবস্থায় তৈরি করে রাখা হয়েছে।

    কিছুদিন আগে আইএফএ সচিব অনির্বাণ দত্ত শিলিগুড়িতে এসেছিলেন। তিনি মাঠ ও অন্যান্য ব্যবস্থা পরিদর্শন করে মেয়র গৌতম দেবের সঙ্গেও আলোচনা সেরে যান। এদিন মেয়র বলেন, আইএফএ সচিব অনির্বাণ দত্ত শিলিগুড়িতে এসে আমার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আইএফএ শিল্ড করার ব্যাপারে বিস্তারিত আলোচনা করে গিয়েছেন। তখনই আমি তাঁকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছি। আমি চাই শিলিগুড়িতে আইএফএ শিল্ডের খেলা হোক। অনেকদিন এই শহর ফুটবলের বড় আসরের সাক্ষী হওয়া থেকে বঞ্চিত। স্থানীয় ফুটবলে কিছুটা ভাটা পড়েছে। আইএফএ শিল্ডের মধ্য দিয়ে শিলিগুড়িতে আবার ফুটবলের জোয়ার ফিরে আসুক।
  • Link to this news (বর্তমান)