সংবাদদাতা, তুফানগঞ্জ: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী তুফানগঞ্জ থানার বালাভূত গ্রাম পঞ্চায়েতের চর বালাভূতে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগে পুলিস তিন জনকে গ্রেপ্তার করেছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১ নভেম্বর দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকায় স্ত্রী ও মেয়েকে নিয়ে দাদার বাড়িতে বেড়াতে এসেছিলেন অসমের ধুবরি জেলার বাসিন্দা কাসেম আলি (২৮)। শনিবার ২ নভেম্বর চর বালাভূত এলাকার পরিচিত এক যুবক তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রবিবার সকালে ধানখেতের পাশের ফাঁকা জমি থেকে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। ওইদিনই খুনের অভিযোগ তুলে মৃতের পরিবারের তরফে সাত জনের বিরুদ্ধে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিস।
মঙ্গলবার রাতে পুলিস তিন জনকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতরা হল, আব্দুল কেদার মিয়াঁ, নাসির উদ্দীন এবং আমজাদ হোসেন। তারা প্রত্যেকেই বালাভূত গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। মৃতের দাদা হাসেম আলি বলেন, চর বলাভূত এলাকার এক বিবাহিত মহিলার সঙ্গে বছর তিনেক আগে ফোনে যোগাযোগ হয়েছিল ভাইয়ের। পরিকল্পনা মাফিক ভাইকে খুন করা হয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। তুফানগঞ্জ মহকুমা পুলিস আধিকারিক বৈভব বাঙ্গার বলেন, তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। গোটা ঘটনার তদন্ত চলছে। ধৃতদের আদালতের নির্দেশে পুলিসি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।