• উপ নির্বাচনে রেকর্ড ব্যবধানে জেতাই লক্ষ্য তৃণমূলের, সঙ্গীতার প্রচারে ঝড়
    বর্তমান | ০৭ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, দিনহাটা: তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি সিতাই বিধানসভা। উপ নির্বাচনে রেকর্ড গড়াই এখন পাখির চোখ। ১৭টি গ্রাম পঞ্চায়েতেই একযোগে নেতৃত্বের প্রচার শুরু হয়েছে। জেলা নেতৃত্বের দাবি, সিতাইয়ে রেকর্ড তৈরির মাধ্যমেই কোচবিহারে সমস্ত আসনে জয়ের প্রস্তুতি শুরু হবে। জেলার সমস্ত তৃণমূল নেতাই হাজির হয়েছেন সঙ্গীতা রায়ের প্রচারে। জেলা পরিষদের সভাধিপতি, প্রতিটি পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সদস্যরা, যুব, ছাত্র, শিক্ষক নেতারা এবং নেত্রীরা বাড়ি বাড়ি প্রচার করছেন। জনসংযোগ বৃদ্ধি লক্ষ্য। শুধু লক্ষাধিক ভোটেই জয়ী নয়, উপ নির্বাচনে রেকর্ড হবে, বুধবার গোসানিমারি দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা দাবি করে তৃণমূল নেতৃত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়, রাজ্য মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, সাংসদ জগদীশ রায় বর্মা বসুনিয়া, কোচবিহার তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, দিনহাটা-১ ব্লক সহ সভাপতি মিঠুন চক্রবর্তী সহ অন্যান্যরা। 

    জয়প্রকাশ মজুমদার বলেন, সিতাই বিধানসভায় জয় নিশ্চিত। আমাদের প্রার্থী লক্ষাধিক ভোটে জয়ী হবেন। রেকর্ড হবে সিতাইয়ে। প্রচারে যাতে কোনও খামতি না থাকে, সেটা খেয়াল রাখতেই রাজ্য নেতৃত্ব এখানে পাঠিয়েছে। মানুষের বিপুল সাড়া দেখে আমরা অভিভূত। সাংসদ জগদীশ বসুনিয়া বলেন, প্রচারে ঝড় উঠেছে। জেলা পরিষদের সভাধিপতি, প্রতিটি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ প্রতিটি শাখা সংগঠনের জেলার শীর্ষ নেতৃত্ব সিতাই বিধানসভা জুড়ে প্রচার করছেন। এরকম অভাবনীয় প্রচার এরআগে সিতাই বিধানসভায় হয়নি। মানুষ যেভাবে সাড়া দিচ্ছে তাতে আমরা রেকর্ড ভোটে জয়ী হব তা নিশ্চিত। 

    তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, সিতাই উপ নির্বাচনে রেকর্ড হবে। সেটা থেকেই আগামী বিধানসভা ভোটে কোচবিহার জেলা নয়-শূন্য করার লড়াই শুরু হবে। কোচবিহারের প্রতিটি আসন জয়ী করে বিধায়ক উপহার দেব দিদির কাছে। তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় বলেন,দিদির কাছে কৃতজ্ঞ, তিনি আমাকে প্রার্থী করেছেন। সিতাই বিধানসভার মানুষের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি। তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, এবারের ছ’টি বিধানসভা উপ নির্বাচনের মধ্যে রাজ্যে প্রথম হব আমরাই। সিতাইয়ে ১ লক্ষ ৭০ হাজার ভোটে জয়ী হবেন আমাদের প্রার্থী। 

    পাল্টা বিজেপি প্রার্থী দীপক কুমার রায় বলেন, সন্ত্রাসের পরিবেশে ভোট করতে চাইছে তৃণমূল। সেই কারণেই রেকর্ড ব্যবধানে জেতার কথা বলছে। সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিলে আমরাই শেষ হাসি হাসব। 

    জেলার সমস্ত নেতাকেই মাঠে নামিয়েছে তৃণমূল। সকাল থেকে রাত পর্যন্ত চলছে জোর প্রচার। পূর্ব নির্ধারিত প্রচারের পরিকল্পনা জানিয়ে দেওয়া হচ্ছে নেতাদের। সেই অনুযায়ী তাঁরা বিভিন্ন অঞ্চলে ঘুরছেন। ছাত্র যুবরা বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন। তৃণমূলের জেলা পরিষদ সদস্যরা হাজির হয়েছেন সঙ্গীতা রায়ের সমর্থনে প্রচারে। ১৭টি গ্রাম পঞ্চায়েতেই একসঙ্গে বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব প্রচারে ঝাঁপিয়ে পড়েছে।
  • Link to this news (বর্তমান)