নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ছটপুজোর আগে জলপাইগুড়িতে ফল ও সব্জি বাজার আগুন। এক পিস লাউ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এমন অভিযোগ পেয়ে বুধবার রাতে শহরের বাজারগুলিতে হানা দিলেন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। সঙ্গে ছিলেন কৃষি বিপণন দপ্তর, ক্রেতা সুরক্ষা দপ্তর, কৃষি দপ্তরের আধিকারিকদের পাশাপাশি পুলিস আধিকারিকরা। এদিন প্রথমে জলপাইগুড়ি শহরের স্টেশন বাজারে অভিযান চালান মহকুমা শাসক। সেখানে ফলের দাম বেশি নেওয়া হচ্ছিল। বিক্রেতাদের ধমক দেন তিনি। ইন্দিরা কলোনি বাজারেও হানা দেয় প্রশাসনের টিম। সব্জির দাম কমানোর নির্দেশ দেন তাঁরা।