• মাটিগাড়ায় কল সেন্টার কাণ্ডে গ্রেপ্তার ২
    বর্তমান | ০৭ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: অন লাইনে চাকরির টোপ দিয়ে জাল বিস্তার করা হয়েছিল প্রতারণা চক্রের। মাটিগাড়ায় পরিবরণ নগরের কলসেন্টার কাণ্ডে তদন্তে নেমে এমন তথ্য পেয়েছে পুলিস। তারা দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম আনসার আলি এবং সৌরভ সাহু। প্রথমজন কলকাতা ও দ্বিতীয়জন প্রধাননগরের বাসিন্দা। বুধবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে ধৃতদের তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিস। মঙ্গলবার রাতে মাটিগাড়ার পরিবহণ নগরের ওই কলসেন্টারে হানা দেয় পুলিস। সেটি সিল করে দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)