• জলপাইগুড়িতে রক্ত দেওয়া নিয়ে অশান্তি ব্লাডব্যাঙ্কে
    বর্তমান | ০৭ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রক্ত দেওয়া নিয়ে বুধবার ঝামেলা বাঁধে জলপাইগুড়ি মেডিক্যালের ব্লাড ব্যাঙ্কে। অভিযোগ, ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ প্রথমে ডোনার কার্ডের বিনিময়ে রক্ত দেওয়ার কথা জানালেও, পরে বেঁকে বসে। জানিয়ে দেয়, সরাসরি ডোনার না হলে রক্ত দেওয়া যাবে না। এনিয়েই ঝামেলা বাঁধে। পরে অবশ্য সরাসরি ডোনার দিয়েই রক্ত মেলে। ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মেডিক্যালের সুপার ডাঃ কল্যাণ খাঁ।
  • Link to this news (বর্তমান)