সংবাদদাতা, নাগরাকাটা: বুধবার সকালে আচমকা মাল ব্লকের মানাবাড়ি চা বাগানে ঢুকে পড়ল হাতির দল। এঘটনায় চা বাগানে দিনভর কাজ বন্ধ হয়ে যায়। যে এলাকায় হাতির দল রয়েছে, সেখানে যাতে কেউ না যায় তা নিয়ে মাইকিং করে শ্রমিকদের সতর্ক করেন বনকর্মীরা।
পার্শ্ববর্তী ভুট্টাবাড়ি জঙ্গল থেকে এই চা বাগানে ঢুকে পড়ে পাঁচটি হাতির একটি দল। সেই সময় শ্রমিকরা চা বাগানে কাজ করছিলেন। হাতির দল দেখে শ্রমিকরা কাজ বন্ধ করে পালিয়ে যান। বিকেল সাড়ে চারটা পর্যন্ত হাতির দলটিকে চা বাগানেই ঘোরাঘুরি করতে দেখা যায়। বনকর্তারা জানিয়েছেন, সন্ধ্যার দিকে হাতির দলটিকে জঙ্গলে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।