সিলেবাস বিষয়ক ওয়ার্কশপেও নতুন বইয়ের সঙ্কট নিয়ে ক্ষোভ শিক্ষকদের
বর্তমান | ০৭ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে পিছু ছাড়ছে না সর্বত্র নতুন সিলেবাসের বই না পৌঁছনোর বিতর্ক। বুধবার নয়া সিলেবাস নিয়ে শিক্ষকদের জুম ভিডিও ওয়ার্কশপ ছিল। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষকরা বই না আসা নিয়ে সরব হন। অনেকেই নামসহ মন্তব্য করেন, সিলেবাসের কর্মশালা করে কী লাভ হবে যদি বইই হাতে না আসে! দ্রুত বই পাঠানোর ব্যবস্থা করার জন্য সংসদ কর্তার কাছে ওই ভিডিও সেমিনারেই অনুনয় করেন অনেক শিক্ষক। কিছুদিন আগেই রাজ্যের বহু জায়গায় বই না পৌঁছনো নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। যদিও, বই না পৌঁছনোর কারণ শুধুমাত্র সংসদের বিলম্ব নয়। একাধিক কারণ এর পিছনে রয়েছে। ডিআই স্তরে সমন্বয়ের অভাব থেকে শুরু করে প্রকৃত ছাত্র সংখ্যার সঙ্গে বইয়ের রিক্যুইজিশনের সংখ্যার পার্থক্য পর্যন্ত বিচিত্র সব কারণও দায়ী। এছাড়া, সরকারি প্রেসে এখনও বহু কাজ আটকে রয়েছে। এর ফলে কিছু বিষয়ের এবং কিছু মাধ্যমের বই এখনও তৈরিই করা যায়নি। ফলে, প্রেসের সঙ্গে শিক্ষাদপ্তরের সমন্বয় আরও উন্নত না-হলে দ্বিতীয় সেমেস্টারের বই প্রকাশ হতেও দেরি হবে বলে ওয়াকিবহাল মহলের দাবি।