নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সকালে কাজে যোগ দেওয়ার আগে চা খেতে গিয়েছিলেন ব্যাঙ্ককর্মী। তখনই ঘটে ভয়ানক ঘটনা। সবে প্রথম চুমুক দিয়ে ভাঁড়টা নামিয়ে রেখেছিলেন তিনি। সেই সময় পিছন থেকে এসে প্রকাশ্য রাস্তায় ওই ব্যাঙ্ককর্মীর গলায় ব্লেড চালিয়ে দেয় এক ব্যক্তি। তাঁর মাথার চুল এলোমেলো, পরনে ছেঁড়া-ফাটা ময়লা জামা। এলাকায় ভবঘুরে হিসেবেই পরিচিত সে।
খাস কলকাতায় লেক থানা এলাকার লর্ডস মোড়ের কাছেই এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন বেসরকারি ব্যাঙ্কের ওই কর্মচারী। নাম অনুরাগ মিত্র (৪০)। বারাকপুর এলাকার বাসিন্দা তিনি। আহতের পরিবারের তরফে বুধবার লেক থানায় লিখিত অভিযোগ করা হয়। তার ভিত্তিতে তদন্তে নেমে লর্ডস মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই ভবঘুরেকে। যদিও তাঁকে চিকিৎসার জন্য পাভলভ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতের পরিবার পুলিসকে জানিয়েছে, লর্ডস মোড়ের কাছেই অনুরাগের অফিস। প্রতিদিন সকালে অফিসে ঢোকার আগে চা খান তিনি। এদিন তাঁর সঙ্গে ছিলেন এক সহকর্মী। দু’জনে মিলেই চা খাচ্ছিলেন। সেই সময় আচমকা পিছন থেকে হামলা চালায় ওই ভবঘুরে। চা দোকানি বলেন, এমন দৃশ্য জীবনে দেখিনি। ওই ভবঘুরেকে প্রতিদিনই এলাকায় ঘুরে বেড়াতে দেখি। কিন্তু, ব্লেড বা ধারালো কোনও বস্তু দিয়ে এর আগে কারওর উপর হামলা চালায়নি সে। ক্ষত তৈরি হওয়ায় গলগল করে রক্ত বের হতে থাকে অনুরাগের গলা থেকে। সেখানেই মূর্ছা যান ওই ব্যাঙ্ককর্মী। আশপাশ থেকে কয়েকজন স্থানীয় যুবক ছুটে আসেন। তাঁরাই অনুরাগকে যাদবপুর মোড়ের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পুলিস সূত্রে খবর, প্রায় ১৫টি সেলাই পড়েছে ওই ব্যাঙ্ককর্মীর গলায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। হাসপাতাল সূত্রে খবর পায় লেক থানা। ঘটনাস্থলে যায় পুলিস। খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। ঘটনাস্থলে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা।
লালবাজার সূত্রে খবর, ওই ব্যক্তি মানসিকভাবে বিকারগ্রস্ত। সেকারণেই এমন ঘটনা ঘটিয়েছেন। তিনি সুস্থ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনার নেপথ্যে কোনও উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। প্রকাশ্য রাস্তায় এই ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।