নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সময়সীমা বেঁধে দেওয়া হলেও বহু জায়গায় খোলা হচ্ছিল না দুর্গাপুজোর জন্য বসানো অস্থায়ী বিজ্ঞাপনের হোর্ডিং, বিজ্ঞাপন লাগানো বাঁশের গেটগুলিও। এ ব্যাপারে কলকাতা পুরসভা আবেদন-নিবেদনের পথে হাঁটতে রাজি নয়। ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৫০০টি অস্থায়ী বিজ্ঞাপনের হোর্ডিং, ব্যানার খুলে ফেলা হয়েছে। নির্দেশ অমান্য করায় ৭৫টি বিজ্ঞাপন এজেন্সিকে বিজ্ঞাপন ফি’র তিনগুণ জরিমানা করেছে পুরসভা। ইতিমধ্যেই তাদের জরিমানার চিঠি পাঠানো হয়েছে। অভিযুক্ত অন্যান্য আরও ৩০টি এজেন্সিকেও চিঠি পাঠানো হবে বলে খবর। সেই সঙ্গে অস্থায়ী বিজ্ঞাপন খুলে ফেলতে টানা অভিযান চালাবে পুরসভার বিজ্ঞাপন বিভাগ।
দুর্গাপুজোর পর লক্ষ্মীপুজো, কালীপুজোও চলে গিয়েছে। তবুও শহরের বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে রয়ে গিয়েছিল পুজো উপলক্ষ্যে বসানো বহু অস্থায়ী বিজ্ঞাপন। এবার পুজোর শুরুতেই এজেন্সিগুলিকে নোটিস পাঠিয়ে বলে দেওয়া হয়েছিল, দুর্গাপুজো শেষ হওয়ার দিন দশের মধ্যেই সমস্ত বিজ্ঞাপনী হোর্ডিং-ব্যানার খুলে ফেলতে হবে। তার পরিপ্রেক্ষিতে একাধিক সংস্থা সেগুলি খুলেও ফেলেছে। কিন্তু, বারবার বলেও যারা খোলেনি, সেগুলির বিরুদ্ধে পদক্ষেপ শুরু করে পুর কর্তৃপক্ষ। পাশাপাশি, খুলে ফেলা হচ্ছে সেই সব বিজ্ঞাপন।
বিভাগীয় সূত্রে খবর, ১৯ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৫০০টি হোর্ডিং-ব্যানার খোলা হয়েছে। খুলে ফেলা হয়েছে বিজ্ঞাপন লাগানোর জন্য তৈরি বাঁশের কাঠামো, গেটও। এক বিভাগীয় কর্তা বলেন, রোজ রাতে কাজ হচ্ছে। উত্তর ও দক্ষিণ মিলিয়ে দু’টি করে টিম কাজ করছে। তবে, মাঝে ঝড়ের কারণে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ বন্ধ রাখতে হয়েছিল। বহু জায়গায় রাস্তার ধারে বাঁশের কাঠামোয় লাগানো বিজ্ঞাপন খুলে ফেলেছেন পুরকর্মীরা। কর্তৃপক্ষ জানাচ্ছে, যারা কথা শোনেনি, সেই সব সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে। পুরকর্মীরা যখন সেগুলি খুলে ফেলছেন, তার ছবি তোলা হচ্ছে। তারপর প্রমাণ সহ জরিমানার চিঠি পাঠানো হচ্ছে বিজ্ঞাপন সংস্থাগুলিকে। মোটামুটি এক-একটি সংস্থাকে ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে।