• সুবোধ সিংয়ের ছ’দিনের  সিআইডি হেফাজত 
    বর্তমান | ০৭ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুরের রেস্তরাঁ ব্যবসায়ী তাপস ভকতকে তোলা চেয়ে খুনের হুমকির অভিযোগে বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংয়ের ফের ছ’দিনের সিআইডি হেফাজত হল। বুধবার প্রেসিডেন্সি জেল থেকে তাকে বারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়। সিআইডি ১৪  দিনের পুলিস হেফাজত চেয়েছিল। কিন্তু ছ’দিনের নির্দেশ দিয়েছেন বিচারক। ১৫ জুন অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলিবৃষ্টির পর তাপস ভগতের মোবাইলে হুমকি ফোন আসে। টিটাগড় থানায় এফআইআর দায়ের হয়। মামলা যায় সিআইডির হাতে। ফোনে হুমকির সেই মামলায় এদিন তার সিআইডি হেফাজত হয়। একইসঙ্গে তাকে বেলঘরিয়া শ্যুটআউট মামলার চার্জশিটও ধরানো হয়েছে। ২০ নভেম্বর থেকে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে।

    গত ১৫ জুন বেলঘরিয়ার রথতলায় ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গত ২১ সেপ্টেম্বর ৯ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল বেলঘরিয়া থানা। আটজনের হাতে চার্জশিট ধরানো হলেও অসুস্থতার কারণে সুবোধ সিংকে চার্জশিট ধরানো যায়নি। আদালত সূত্রে জানা গিয়েছে, সুবোধ সিংয়ের গলব্লাডারে স্টোন থাকায় ২৫ অক্টোবর তাঁর অস্ত্রোপচার হয়। অসুস্থতার কারণে তাকে আদালতে পেশ করা যাচ্ছিল না। ফলে চার্জশিটও ধরানো সম্ভব হচ্ছিল না। শেষে এদিন সুবোধকে বারাকপুর আদালতে পেশ করা হলে টিটাগড় থানায় মামলায় সিআইডি হেফাজতের পাশাপাশি বেলঘরিয়া থানার শ্যুটআউট মামলায় চার্জশিট ধরানো হয়। 

    এদিকে মণীশ শুক্লা খুনে বিহারের বৈশালী থেকে বিনোদ রাই নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। গত চার বছর ধরে সে পলাতক ছিল। এই মামলায় এর আগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৈশালীতে একটি ঘটনায় গ্রেপ্তার হয় বিনোদ রাই। সিআইডি জানতে পেরে সেখানে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। তাকে নিয়ে আসার ব্যাপারে প্রস্তুতি শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)