নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর নিরাপত্তায় সিসি ক্যামেরার নজরদারি আরও জোরদার করেছে পুলিস। ব্যবহার করা হচ্ছে আধুনিক ক্যামেরা। ৩০০ সিসি ক্যামেরা দিয়ে কার্যত মুড়ে ফেলা হয়েছে চন্দননগর ও সংলগ্ন এলাকা। নজরদারির জন্য গড়া হয়েছে ইন্টিগ্রেটেড মনিটারিং সিস্টেম। বুধবার রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার এই ব্যবস্থার উদ্বোধন করেন। চন্দননগর কমিশনারেটের পুলিস আধিকারিকরা জানান, চন্দননগর সহ তিনটি জায়গা থেকে পুজোর সময় দিনরাত নজরদারি চলবে।
এর পাশাপাশি এবার অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হচ্ছে। চন্দননগর কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, সাধারণত আধিকারিক ও কর্মী মিলিয়ে দু’হাজারের মতো বাহিনী অন্যান্যবার থাকে। কিন্তু এ বছর সংখ্যা আরও পাঁচশো বাড়ানো হয়েছে। একই সঙ্গে চন্দননগর এবং সংলগ্ন এলাকার রেল স্টেশনগুলিতে ভালো সংখ্যক আরপিএফ এবং জিআরপিও থাকছে। জলপথেও থাকবে পুলিসের টহলদারি। দুর্ঘটনা এড়াতে বিপর্যয় মোকাবিলা দপ্তরের বাহিনীও রাখা হয়েছে। চন্দননগরের পুলিস কমিশনার অমিত পি জাভালগি বলেন, ‘পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিরাট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সিসি ক্যামেরার নজরদারি এবার বহু গুণ বেড়েছে। জল, স্থল, আকাশপথে নজরদারি চলবে। নাগরিকদের ও দর্শকদের জন্য বিভিন্ন স্থানে হেল্প ডেস্ক রেখেছে পুলিস।’ এবার নবমী ও দশমী ছুটির দিন পড়েছে। পুজোর এবং শোভাযাত্রায় অংশ নেওয়া ক্লাবের সংখ্যা বেড়েছে। সবমিলিয়ে বিপুল ভিড়ের পূর্বাভাস আছে। বুধবারও পুলিসকর্তারা সেই কথা জানান। বুধবার ছিল পঞ্চমী। এদিন রাতেই রাস্তায় ব্যাপক ভিড় দেখা গিয়েছে। ভিড় সামাল দিতে একটি ফেরিঘাট বাড়ানো হয়েছে।