নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে দাঁড়িয়ে উস্কানিমূলক মন্তব্য করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তার প্রেক্ষিতে মিঠুনের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের হল। বিধাননগর কমিশনারেটের অন্তর্গত বিধাননগর দক্ষিণ থানায় একটি এবং কলকাতা পুলিসের অধীনে বউবাজার থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের হয়েছে। ২৭ অক্টোবর পেট্রাপোলে এক সরকারি কর্মসূচিতে যান স্বরাষ্ট্রমন্ত্রী। ওইদিনই তিনি সল্টলেকে এক দলীয় কর্মসূচিতেও অংশ নেন তিনি। সেখানেই মিঠুন বিতর্কিত মন্তব্য করেন, ‘কুছ ভি করেঙ্গে, কুছ ভি। ম্যায় হোম মিনিস্টার সাবকে সামনে বল রাহা হুঁ, কুছ ভি। কুছ ভি ক্যা আন্দার বহত সারা মতলব ছুপা হুয়া হ্যা। হাম রাজনীতি কিয়া ভাইয়া। খুন কি রাজনীতি কি হামনে’। মিঠুন তারপর আরও বলেন, ‘একদিন আয়ে গা জব হাম তুমকো কাটকে, তুম তো তুমহারি জমিন পে ফেকেঙ্গে ওধার!’
পুলিস সূত্রে জানা গিয়েছে, ২ নভেম্বর সল্টলেক সেক্টর-১ এলাকার এক বাসিন্দা এই ব্যাপারে বিধাননগর দক্ষিণ থানায় মিঠুনের নামে একটি এফআইআর করেন। অপর একজন, দিন দুই আগে বউবাজার থানায় দায়ের করেন একই অভিযোগ। দুই থানাতেই এফআইআর দায়েরসহ মামলা রুজু করেছে পুলিস।